‘গতবার যেখানে শেষ করেছি, সেখান থেকেই এবারে শুরু করব আমরা, বৃহস্পতিবার এমন কথাই জানিয়ে দিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের তারকা প্রােটিয়াস ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। গতবার সকলেই দুবাইয়ের মাটিতে অনুষ্ঠিত আইপিএল প্রতিযােগিতায় খেতাব জয়ের ক্ষেত্রে এগিয়ে রেখেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে।
কিন্তু, সেভাবে আশানুরূপ ফলাফল করে দেখাতে পারেনি আরসিবি দলের ক্রিকেটাররা। এবং তেরাে বছর ধরে আইপিএলে অংশ নিলেও খেতাব অধরাই রয়ে গেছে আরসিবি দলের কাছে। সেখানে চোদ্দতম আইপিএলে কি বিরাটরা খেতাবের খরা কাটিয়ে নিজেদের ঘরে প্রথমবার খেতাব তুলে নিয়ে যেতে পারবে সেটাই এখন দেখার বিষয়। প্রতিবারের মত এবারে শক্তিশালী দল গড়েছে আরসিবি। এখন দেখার তারা কি খেতাব জয় করতে পারে কিনা।’
Advertisement
এটা একটা দীর্ঘমেয়াদী প্রতিযােগিতা। খুব খুশি পুনরায় আরসিবি দলের সঙ্গে যােগ হতে পেরে। আমার তাে মনে হচ্ছে যেন এই পরশুদিন প্রতিযােগিতা শেষ হয়েছে। তাই তাে আমি বলতে চাই আমরা গতবার যেখানে শেষ করেছি, সেখান থেকেই এবারে শুরু করব। আর নিজেদের খেলার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।
Advertisement
আশা করছি আমরা এবারে আরাে ভালাে পারফরমেন্স মেলে ধরব। দলে অনেক তারকা ক্রিকেটাররা রয়েছে, তারা তাদের সেরা খেলাটা মেলে ধরে কাজের কাজটা করে দেখাতে পারবে, এমন কথাই জানালেন এবি ডিভিলিয়ার্স।
Advertisement



