• facebook
  • twitter
Friday, 24 January, 2025

দুরন্ত জয়ে ফিরল সাদা-কালো ব্রিগেড

ম্যাচের জয়সূচক গোলটি আসে খেলার ৮৮ মিনিটে। গোলটি করেন মিরজালোন কেসিমভ। এদিন খেলার শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন সাদা-কালো শিবিরের ফুটবলাররা।

প্রতিনিধিত্বমূলক চিত্র

মহমেডান স্পোর্টিং দুরন্ত জয় তুলে নিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফর্সির সঙ্গে লড়াই করে। শনিবার আইএসএল ম্যাচে সাদা-কালো ব্রিগেড ১-০ গোলে বেঙ্গালুরুকে হারিয়ে দ্বিতীয় জয়ের মুখ দেখল। গুয়াহাটিতে ডার্বি ম্যাচ শুরু হওয়ার আগেই মহমেডান স্পোর্টিং তাঁবুতে জয়ের রোশনাই।

ম্যাচের জয়সূচক গোলটি আসে খেলার ৮৮ মিনিটে। গোলটি করেন মিরজালোন কেসিমভ। এদিন খেলার শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন সাদা-কালো শিবিরের ফুটবলাররা। তবে পাল্টা আক্রমণে মহমেডান রক্ষণভাগে চাপ সৃষ্টি করার চেষ্টা করলেও, তা ভাঙতে পারেননি বেঙ্গালুরুর ফুটবলাররা। তবে খেলায় দুই মিনিটে বেঙ্গালুরুর পেরারা দিয়াজ গোলের মুখে পৌঁছে ব্যর্থ হন। কিন্তু খেলার একেবারে শেষ মুহূর্তে অঙ্ক কষে মহমেডান স্পোর্টিংয়ের খেলোয়াড়রা আক্রমণে ঝড় তোলেন। সেই আক্রমণ থেকে কাসিমভের ফ্রিকিক বেঙ্গালুরুর গোলরক্ষক গুরপ্রীত সিং শরীর ছুঁড়েও চেষ্টা করতে পারেননি।