মালয়েশিয়া- ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল এশিয়ান টিম ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালে পরাজিত হল ইন্দোনেশিয়ায় কাছে। ভারত পরাজিত হল ১-৩ খেলায় শুক্রবার।
তবে, ভারত হারলেও দলকে একটা জয় এনে দিয়েছেন সেই পি ভি সিন্ধুই। জাপানের বিরুদ্ধেও এই একই চিত্র দেখা গিয়েছিল। সিন্ধু জয় পেলেও দল জয় পায়নি। কোয়ার্টার ফাইনালে সেই একই ফলাফল। সিন্ধু পরাজিত করেন ফিটরিয়ানিকে। প্রথম সিঙ্গলস খেলার ফলাফল ২১-১৩, ২৪-২২।
Advertisement
অন্যদিকে মেয়েদের ডাবলস খেলায় ভারতীয় মহিলা জুটি অশ্বিনী পোনাপ্পা এবং সিক্কি রেড্ডি হেরে যান ২১-৫, ২১-১৬ পয়েন্টে। গ্রুপের খেলায় হেরে গেলেও শেষ আটে খেলার ছাড়পত্র পেয়েছিল ভারত। কিন্তু নক-আউট পর্যায়ের খেলায় হেরে গিয়ে বিদায় নিতে হল প্রতিযোগিতা থেকে।
Advertisement
Advertisement



