উত্তরাখণ্ডে জাতীয় গেমসে গড়াপেটার খবর পেতেই ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান পি টি উষা বেশ ক্ষুব্ধ। জাতীয় গেমসে বিতর্কের কেন্দ্র তাইকোন্ডো। অভিযোগের প্রেক্ষিতে গেমসের টেকনিক্যাল কন্ডাক্ট কমিটি তাইকোন্ডোর ডিরেক্টর অফ কম্পিটিশনকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। তাইকোন্ডোর ১৬টি ওজন বিভাগের ১০টিতেই গড়াপেটার অভিযোগ উঠেছে।
তাইকোন্ডোর ডিরেক্টর অফ কম্পিটিশন ছিলেন টি প্রবীণ কুমার। একের পর এক ম্যাচ গড়াপেটার অভিযোগ আসায় তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে এস দীনেশ কুমারকে। গেমসের টেকনিক্যাল কন্ডাক্ট কমিটির চেয়ারপার্সন সুনয়না কুমারী বলেছেন, ‘আমার জাতীয় গেমসের স্বচ্ছতা বজায় রাখতে বদ্ধপরিকর। একাধিক নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই প্রবীণ কুমারকে তাঁর জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অনৈতিক কোনও কিছু যাতে না হয়, তা নিশ্চিত করতে চাই আমরা।’ তিনি আরও বলেছেন, ‘কয়েকটি রাজ্যের কর্তা অভিযোগ রয়েছে। তবে সবচেয়ে আশ্চর্যের হল, এক ক্রীড়া সরঞ্জাম সরবরাহকারীর নামেও অভিযোগ এসেছে।’
জাতীয় গেমসের টেকনিক্যাল কন্ডাক্ট কমিটির সিদ্ধান্তকে সমর্থন করেছেন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান পিটি ঊষা। তিনি বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মূল্যবোধ বজায় রাখা। দেশের সবচেয়ে বড় মঞ্চে প্রতিযোগীরা যাতে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে, তা নিশ্চিত করা উচিত। সকলের ন্যায্য সুযোগ পাওয়া উচিত। জাতীয় গেমসের মতো প্রতিযোগিতার পদক অন্য কোথাও নির্ধারিত হতে পারে না। খেলা শুরুর আগে তো নয়ই। এমন হলে তা খুবই দুর্ভাগ্যের। আমাদের কাছে প্রত্যেক প্রতিযোগী সমান গুরুত্বপূর্ণ। যে কোনও রকম অনৈতিক বিষয় থেকে সকলকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এই ধরনের ঘটনা জাতীয় গেমসের ভাবমূর্তি নষ্ট করে।’’ অভিযোগ প্রমাণ হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে রায় দিয়েছেন পিটি ঊষা। এখানে উল্লেখ করা যেতে পারে, জাতীয় গেমসে কোনওরকম পক্ষপাতিত্ব ও বিতর্ক যাতে তৈরি না হয়, তার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে সব অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের।