ভারতের টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমারের ব্যাট থেকে রানই আসছে না। কিছুদিন আগে ইডেন উদ্যানে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে ভারত জিতলেও অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাট থেকে রান আসেনি। সেই কারণেই সূর্যকুমার চাইছেন আবার রানে ফিরে আসতে। কিন্তু আবার ব্যর্থ হলেন তিনি এবারে রঞ্জি ট্রফি ম্যাচে। এই ইডেন উদ্যানেই মুম্বইয়ের হয়ে প্রথমে ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদব সবাইকে হতাশ করলেন। দীর্ঘদিন তাঁর ব্যাটে রান নেই। চলছে খরা। ক্রিকেটের নন্দনকাননে পৌঁছে সূর্যকুমার জানিয়েছিলেন, তিনি রানে ফিরতে মরিয়া। কিন্তু শনিবার ইডেনে দেখা গেল এক অন্য ছবি। রানে ফেরা হল না তাঁর। পলক পড়তে না পড়তেই ড্রেসিংরুমের দিকে পা বাড়াতে হল মুম্বইয়ের এই তারকা ব্যাটসম্যানকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য ৫ ম্যাচের টি-২০ সিরিজে সূর্যকুমারের অধিনায়কত্বে ৪-১ ব্যবধানে জিতেছে ভারত। ভারত সিরিজ জিতলেও রান পাননি অধিনায়ক সূর্যকুমার। যা রীতিমতো ভাবাচ্ছে তাঁকে। এ বার ঘরোয়া ক্রিকেটে ফিরেও তাঁর ব্যাট জ্বলে উঠল না। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইকে ভরসা দিতে পারলেন না সূর্য। ইডেন গার্ডেন্সে চলছে মুম্বই ও হরিয়ানার কোয়ার্টার ফাইনাল ম্যাচ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক অজিঙ্কা রাহানে। মুম্বইয়ের ইনিংসের প্রথম বলেই অংশুল কম্বোজ ফেরান ওপেনার আয়ুষ মাহত্রকে। এরপর ষষ্ঠ ওভারের শেষ বলে আকাশ আনন্দকে (১০) ফেরান সুমিত কুমার। পরের ওভারেই ফের উইকেট অংশুক কম্বোজের খাতায়। সিদ্ধেশ লাড ফেরেন ৪ রানে। গুরুত্বপূর্ণ ম্যাচে টপ অর্ডার ব্যর্থ। অধিনায়ক রাহানে ৫৮ বলে ৩১ রান করেন। পাঁচে নামেন সূর্যকুমার যাদব। খেলেন ৫টি বল। করেন মাত্র ৯ রান। এরপর ৭.৩ ওভারে সুমিত কুমার ছিটকে দেন মিডল স্টাম্প। দিনের শেষে মুম্বই ৮ উইকেট হারিয়ে ২৭৮ রান করেছে