ধরমশালা— আগামী রবিবার পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের খেলা হওয়ার কথা ছিল ধরমশালায়। কিন্তু ভারতীয় সেনার ‘-অপারেশন সিঁদুর’-এর পর যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সেই ম্যাচ এখানকার স্টেডিয়ামে করা সম্ভব হবে কিনা, তা নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই গুজরাত ক্রিকেট সংস্থাকে ম্যাচ আয়োজনের জন্য অনুরোধ করেছে বিসিসিআই। এই ডাকে সাড়া দিয়ে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল জানিয়েছেন, তাদের পক্ষে আহমেদাবাদে এই ম্যাচ করার পক্ষে কোনও অসুবিধা হবে না। তাই বৃহস্পতিবার রাতে জানিয়ে দেওয়া হল, রবিবারের আইপিএলের ম্যাচটি ধরমশালার পরিবর্তে চলে গেল আহমেদাবাদ। হঠাৎ কেন এই সিদ্ধান্ত নেওয়া হল? বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ধরমশালা ও চণ্ডীগড়ে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে। যার ফলে মুম্বই দল ধরমশালায় পৌঁছতে পারবে না। আর ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে তিনটেয়।
এদিকে বুধবার ইডেন গার্ডেন্স এবং গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি ই-মেল আসার একদিনের মধ্যেই, বৃহস্পতিবার রাজস্থানের সওয়াই মানসিংহ স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি ই-মেল এলো। এ দিন সকালে রাজস্থান রাজ্য ক্রীড়া সংসদের কাছে জয়পুরের স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি মেল আসে। পুলিশকে হুমকি ই-মেলের কথা জানানো হয় রাজস্থান রাজ্য ক্রীড়া সংসদের তরফ থেকে। হুমকি মেল নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সঙ্গে সঙ্গে সেখানে থাকা কর্মীদের বার করে আনা হয়েছে তাদের সুরক্ষার কথা ভেবে। স্টেডিয়ামে মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড, বম্ব স্কোয়াড এবং জঙ্গিদমন দলকে। স্টেডিয়ামের প্রতিটি কোনায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের দাবি, সকাল ৯.১৩ নাগাদ হুমকি ইমেল পাঠানো হয়েছে। সেখানে লেখা, ‘অপারেশন সিঁদুরের সাফল্য উদ্যাপন করতে আমরা আপনাদের স্টেডিয়ামে বিস্ফোরণ ঘটাব। যদি পারেন সবাইকে বাঁচিয়ে দেখান।’ পুলিশ জানিয়েছে, ‘পাকিস্তান জেকে ওয়েব’ নামে একটি ইমেল আইডি থেকে মেলটি এসেছে।
জয়পুরের এই স্টেডিয়াম আবার আইপিএল দল রাজস্থান রয়্যালসের ঘরের মাঠ। সেখানে তাদের ম্যাচ রয়েছে ১৬ মে। এই ঘটনার জেরে গোটা রাজস্থানই কড়া সতর্কতার মধ্যে রয়েছে। পাকিস্তানের সীমান্ত ঘেঁষা পাঁচটি জেলার সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে। রেল এবং পুলিশের সমস্ত কর্মীর ছুটি বাতিল পর্যন্ত করা হয়েছে।
অন্যদিকে ভারতীয় সেনারা পাকিস্তানের রাওয়াপিণ্ডি স্টেডিয়ামের একাংশ উড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার পিএসএলের ম্যাচে পেশোয়ার জলমি ও করাচি কিংসের খেলা ছিল।
তার আগেই ড্রোন হামলায় স্টেডিয়ামের কিছু অংশ ধুলিসাৎ হয়ে গিয়েছে। জানা গিয়েছে, প্রশাসনিক স্তরে গোটা জায়গা সিল করে দেওয়া হয়েছে।