ষষ্ঠ রাজ্য টেবলটেনিস প্রতিযোগিতায় খেতাপ তুলে নিল উত্তর ২৪ পরগনার মৌমিতা দত্ত এবং হাওড়ার অঙ্কুর ভট্টাচার্য। মৌমিতা এই প্রথমবার রাজ্য টেবলটেনিস ফাইনালে খেতাব তুলে নিয়েছে। ফাইনালে মুখোমুখি হয়েছিল বেঙ্গল টেবলটেনিস একাডেমির আলোকিকা সেনের বিরুদ্ধে। মৌমিতা ৪-০ গেমে আলোকিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখান। মৌমিতা এর আগে রাজ্য টেবলটেনিসে বয়সভিত্তিক পর্যায়ে চ্যাম্পিয়ন হলেও সিনিয়র মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হতে পারেনি।
এতদিন মৌমিতার কাছে খেতাব অধরা ছিল। এই খেতাব জেতার পরে মৌমিতা দারুণ খুশি। সিনিয়র পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হল অঙ্কুর ভট্টাচার্য। হাওড়ার অঙ্কুরর মুখোমুখি হয়েছিল ফাইনালে অনির্বাণ ঘোষের বিরুদ্ধে। অঙ্কুরের সঙ্গে দুটো খেলা হয়ে যাওয়ার পরেই অনির্বাণ অসুস্থ হয়ে পড়ে এবং ওয়াকওভার দিয়ে দেয়। অনির্বাণ জ্বর নিয়েই খেলতে নেমেছিল। এ বছরে রাজ্য চ্যাম্পিয়নশিপে ত্রিমুকুট জয় করল অঙ্কুর। দলগতবিভাগে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অনুর্ধ্ব ১৯ ও পুরুষ বিভাগে খেতাব জিতে সবার নজর কেড়ে নেয়।
Advertisement
Advertisement
Advertisement



