মুম্বইয়ের অন্যতম সেরা ক্রিকেটার রোহিত শর্মা অবশ্যই সবার কাছে অত্যন্ত প্রিয়। শুধু তাই নয়, ভারতীয় দলের অধিনায়ক হিসেবে সবার নজরও কেড়েছেন। আর গত বছর ভারতের মাটিতে বিশ্বকাপ ক্রিকেটে সব ম্যাচ জিতে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছিলেন রোহিত শর্মারা। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার স্বীকার করার পরে হতাশ হয়ে পড়েছিলেন রোহিত শর্মা। এমনকি চলতি মরশুমে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হতে হয়েছে ভারতকে ঘরের মাঠে। এই হতাশা থেকে বেরিয়ে এসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেতাব জিতে নেয় রোহিত শর্মার ভারতীয় দল। তারপর থেকেই রোহিত শর্মা আত্মবিশ্বাসে ফিরে আসেন। একটা সময় এই রোহিত শর্মাকে বলা হতো ‘হিটম্যান’।
কিন্তু সেই হিটম্যানকে কিছুদিন ধরে ভালো জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু তারকা ক্রিকেটার হিসেবে রোহিতকে অবশ্যই সম্মান জানানো হয়ে থাকে। তাই মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মার নামে একটি স্ট্যান্ডের নামকরণ করা হবে। আরও দু’টি স্ট্যান্ড হবে প্রাক্তন ক্রিকেটার অজিত ওয়াড়েকর ও প্রাক্তন সভাপতি শরদ পাওয়ারের নামে। এমসিএ-এর তরফে বলা হয়েছে, ‘ওয়াংখেড়ের স্ট্যান্ড নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিলিন্দ নারভেকর এবং জিতেন্দ্র আওয়াড় প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব সকলে মেনে নিয়েছে।’
Advertisement
দিভেচা প্যাভিলিয়নের লেভেল থ্রি-টি রোহিতের নামে করা হবে। শরদের নামে করা হবে গ্র্যান্ড স্ট্যান্ড লেভেল থ্রি। ওয়াড়েকরের নামে করা হবে গ্র্যান্ড স্ট্যান্ড লেভেল ৪। ওয়াংখেড়েতে এখন সচিন তেন্ডুলকর, সুনীল গাওস্কর, বিজয় মার্চেন্ট এবং দিলীপ বেঙ্গসকরের নামে স্ট্যান্ড আছে। সেই তালিকায় এ বার যোগ হচ্ছে রোহিতদের নাম। এই মুহূর্তে আইপিএল ক্রিকেটে খেলতে ব্যস্ত রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত শর্মা।
Advertisement
অবশ্য রোহিত এখনও বড় রান পাননি। প্রায় প্রতিম্যাচে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে মাঠে নামছেন। কিন্তু রোহিত অনুশীলনে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছেন। হয়তো ধারাবাহিকভাবে খেলার ফলে ক্লান্ত হয়ে পড়েছেন। কিছুদিন বিশ্রাম নিতে পারলে হয়তো রোহিত পুরনো ফর্মে ফিরে আসতে পারবেন বলে মনে করা হচ্ছে।
Advertisement



