• facebook
  • twitter
Friday, 6 December, 2024

৪২ রানে শেষ শ্রীলঙ্কা

একটি নিয়েছেন কাগিসো রাবাডা। শ্রীলঙ্কার মাত্র দু’জন ব্যাটার দু’অঙ্কের রান করতে পেরেছেন। তাঁরা হলেন কামিন্দু মেডিস (১৩) এবং লাহিরু কুমারা (১০)।

খেলার একটি বিশেষ মুহূর্তে।

প্রথম টেস্টে তাদের প্রথম ইনিংস শেষ হয়ে গেল মাত্র ৪২ রানে। টেস্টের ইতিহাসে এটাই শ্রীলঙ্কার সবচেয়ে কম রান। দক্ষিণ আফ্রিকায় গিয়ে প্রথম টেস্টেই লজ্জার মুখে পড়ল শ্রীলঙ্কা। প্রোটিয়া পেসারদের দাপটে প্রথম টেস্টে তাদের প্রথম ইনিংস শেষ হয়ে গেল মাত্র ৪২ রানে। টেস্টের ইতিহাসে এটাই শ্রীলঙ্কার সবচেয়ে কম রান। মাত্র ৮৩ বল স্থায়ী হল শ্রীলঙ্কার ইনিংস। এর আগে ১৯৯৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৭১ রানে অলআউট হয়ে যাওয়ার নজির ছিল সবার আগে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম রানের নিরিখে এটি রয়েছে নবম স্থানে। চার বছর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে ভারতের ৩৬ রানে লজ্জার রেকর্ড ঘুচল না। ১৪৭ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনও এশীয় দলের এটিই সর্বনিম্ন রানের রেকর্ড। মাত্র ৬ রানের জন্য সেই লজ্জার নজির থেকে গেল।

একাই শেষ করলেন মার্কো জানসেন শ্রীলঙ্কার ইনিংস। বাঁহাতি পেসার ৬.৫ ওভারে ১৩ রানে ৭ উইকেট নিয়েছেন। দু’টি উইকেট জেরাল্ড কোয়েৎজির। একটি নিয়েছেন কাগিসো রাবাডা। শ্রীলঙ্কার মাত্র দু’জন ব্যাটার দু’অঙ্কের রান করতে পেরেছেন। তাঁরা হলেন কামিন্দু মেডিস (১৩) এবং লাহিরু কুমারা (১০)। ডারবানে প্রথম টেস্টে টেম্বা বাভুমার ৭০ রানের সৌজন্যে ১৯১ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ভাল বল করেন অসিতা ফের্নান্ডো এবং কুমারা। তবে ব্যাটিং যে এ ভাবে ধসে যাবে তা হয়তো কেউই কল্পনা করতে পারেননি। শ্রীলঙ্কার ইনিংস স্থায়ী হয়েছে মাত্র ১৩.৫ ওভার! তৃতীয় ওভারে দিমুথ করুণারত্নের আউট দিয়ে শুরু। এর পর জানসেনের দাপটে একের পর এক ব্যাটার সাজঘর থেকে বেরিয়েছেন এবং মিনিটখানেকের মধ্যে ফিরে গিয়েছেন।

দক্ষিণ আফ্রিকাকে ঘরের মাঠে সব টেস্ট জিততে হবে। প্রথম টেস্ট কার্যত তাদের পকেটেই চলে এসেছে। জিতলে ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে যাবে তারা। শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা দু’দলের কাছেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ রয়েছে।