• facebook
  • twitter
Wednesday, 23 April, 2025

বর্ধমানে ক্রিকেট অ্যাকাডেমি গড়তে সৌরভের উদ্যোগ

ক্রিকেট উপযোগী ভালো মাঠ কিভাবে হবে সে ব্যাপারে প্রাক্তন ভারত অধিনায়ক মূল্যবান পরামর্শ দেন

নিজস্ব চিত্র

বর্ধমান শহরের বুকে ক্রিকেট অ্যাকাডেমি গড়ে তোলার উদ্যোগ নিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বৃহস্পতিবার ঝটিকা সফরে সৌরভ গাঙ্গুলি আসেন বর্ধমানে। এদিন তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রাধারাণী স্টেডিয়ামে আয়োজিত দুটি অনুষ্ঠানে যোগ দেন। এদিন দুটি অনুষ্ঠানেই সৌরভ গাঙ্গুলিকে দেখতে কয়েকশো সর্মথক হাজির হন। এদিকে সৌরভের নিরাপত্তা নিয়ে পুলিশের ঘেরাটোপ ছিল চোখে পড়ার মতো।

এদিন দুপুরে সৌরভ গাঙ্গুলি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক আলোচনা চক্রে যোগ দেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগ এই আলোচনার আয়োজন করে। ছিলেন স্পোর্টস অফিসার সুরজিৎ নন্দী সহ অন্যান্যরা। আলোচনায় জেলার ক্রিকেট বিষয়ে উন্নয়ন নিয়ে আলাপ আলোচনা চলে। ক্রিকেট উপযোগী ভালো মাঠ কিভাবে হবে সে ব্যাপারে প্রাক্তন ভারত অধিনায়ক মূল্যবান পরামর্শ দেন। পরে বিশ্ববিদ্যালয়ের মোহনবাগান মাঠে এসে সকল ক্রীড়াবিদদের সঙ্গে মিলিত হন। সেখানে বিশ্ববিদ্যালয়ের দেওয়া প্রস্তাব ক্রিকেট অ্যাকাডেমি গড়ে তোলা নিয়ে আলোচনা করেন। সেখান থেকে সৌরভ গাঙ্গুলি বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার আহ্বানে ঐতিহাসিক রাধারাণী স্টেডিয়ামে পৌঁছে যান।

জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাঁকে এদিন গণ সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস‌‌‌, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি তথা জেলাশাসক আয়েষা রানী, জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, জেলা ক্রীড়া সংস্থার সচিব পীরদাস মন্ডল, যুগ্ম সম্পাদক উত্তম সেনগুপ্ত, গৌরী শংকর ভট্টাচার্য, ক্রিকেট সচিব শিবশঙ্কর ঘোষ সহ অন্যান্য সরকারি আধিকারিকরা । ছিলেন সিএবির কর্মকর্তারা।