• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রোহিতকে অধিনায়ক না করা নিয়ে মেঠো রাজনীতির গন্ধ পাচ্ছেন সৌরভ

রোহিতের নেতৃত্বে ২০২৩ সালে একদিনের ক্রিকেটে ভারতীয় দল ফাইনালে খেলবার ছাড়পত্র পায়। ফাইনালের আগে ভারতীয় দল কোনওটিতে হারেনি।

সফলতা ও অভিজ্ঞতা যে কোনও ক্রিকেটারকে এগিয়ে রাখে। একজন দক্ষ ক্রিকেটার তখনই দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে নির্বাচকদের পছন্দের তালিকায় থাকেন। তাঁর যোগ্যতার অংকে স্বাভাবিকভাবে অধিনায়কের ব্যাটনটা তুলে দেওয়া হয়। তাই বলতে দ্বিধা নেই মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে দ্বিতীয় বারের জন্যে একদিনের বিশ্বকাপ তুলে দিয়েছিলেন। ধোনির সাফল্যের কথা নতুন করে বলবার প্রয়োজন হয় না। ধোনির পরে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়াক সাহস দেখিয়েছেন রোহিত শর্মা। রোহিত অধিনায়ক হওয়ার পরে ক্রিকেটপ্রেমীরা আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠেছিলেন। কিন্তু সেই রোহিত শর্মাকে বিসিসিআইয়ের নির্বাচক কমিটির সদস্যরা অস্ট্রেলিয়া সফরে তিনটি একদিনের সিরিজে রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে মান্যতা দিলেন না কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এমন কী ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বিসিসিআই-কে একহাত নিয়ে বলেছেন, রোহিতের প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়েছে। যখন একজন অভিজ্ঞ অধিনায়ককে পাওয়া গিয়েছে, তখন কেন রোহিতের নাম বিবেচনা করা হল না? এর পিছনে কোনও ভ্রান্ত পোষন করা সঠিক কাজ নয়। আগামী ২০২৭ সালের বিশ্বকাপ ক্রিকেটের জন্যে অবশ্যই রোহিতকে ভারতীয় দলের দায়িত্ব দেওয়া উচিত ছিল। একটা দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে রোহিত শর্মাকে সাধারণ ক্রিকেটার হিসেবে রাখাটা কী শেষ কথা।

Advertisement

বলতে দ্বিধা নেই বিরাট কোহলির পরে রোহিত শর্মা ভারতীয় দলের নেতা হিসেবে তিনটি ফরম্যাটে প্রভাব ফেলেছিলেন। রোহিতের নেতৃত্বে ২০২৩ সালে একদিনের ক্রিকেটে ভারতীয় দল ফাইনালে খেলবার ছাড়পত্র পায়। ফাইনালের আগে ভারতীয় দল কোনওটিতে হারেনি। কিন্তু দেশের মাটিতে ফাইনালে ভারত হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে।

Advertisement

এছাড়াও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। তারপরে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ভারতে আসে রোহিত শর্মার হাত ধরে। এই বিশ্বকাপ জেতার পরে রোহিত শর্মা ঘোষণা করেন তিনি আর এই ফরম্যাটে খেলবেন না। পরবর্তী সময়ে টেস্ট ক্রিকেটে অবসর নেন রোহিত শর্মা। তবে একদিনের ক্রিকেট খেলবেন বলে নিজেকে প্রস্তুত রেখেছিলেন। সেই কারণে সব ক্রিকেট বিশেষজ্ঞদের কাছে আশা ছিল ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ ক্রিকেটে রোহিত শর্মাকে দেখা যাবে। সেই ভাবনা যে ক্রমেই ধোঁয়াশায় পরিণত হতে পারে। নির্বাচকরা হয়তো অন্য কথা ভেবে রোহিতকে অধিনায়কের তালিকায় না রেখে অস্ট্রেলিয়া সফরে শুভমন গিলকে নেতৃত্ব দেওয়ার জন্যে মনোনিত করা হল।

এই নির্বাচন নিয়ে বেশ ক্ষুব্ধ সৌরভ গাঙ্গুলি। তিনি মনে করেন রোহিতকে অধিনায়ক না করার পিছনে রাজনীতির গন্ধ পাওয়া যাচ্ছে। ক্রিকেট মাঠে নিভৃত রাজনীতি অনেক ক্রিকেটারকে আহত করেছে। সেই তালিকায় সৌরভ গাঙ্গুলি জায়গা করে নিয়েছেন। তাই সৌরভ এবার মুখর বলেন, রোহিত শর্মা পুরোপুরি ফিট রয়েছেন। যে কোনও ক্রিকেটার থেকে পারফরমেন্সে এগিয়ে রয়েছেন। বলতেই হবে ২০২৭ সালে বিশ্বকাপ ক্রিকেটে দারুনভাবে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারতেন। বলতে দ্বিধা নেই একদিনের ক্রিকেটে রোহিত শর্মা একমাত্র ক্রিকেটার যিনি ৩টি দ্বিশতরানের মালিক। এখনও পর্যন্ত তিনি ২৭৩টি একদিনের ম্যাচে অংশ নিয়েছেন। তাঁর ব্যাট থেকে এসেছে ১১,১৬৮ রান।

শুধু সৌরভ গাঙ্গুলি নন নির্বাচকদের কটাক্ষ করেছেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। কাইফ বলেন, রোহিত শর্মা টানা ১৬ বছর ভারতীয় দলকে সমৃদ্ধ করেছেন। ১৬টা একদিনের ম্যাচে রোহিত ১৫টা ম্যাচ জিতেছে। সেই অর্থে সামনে রয়েছে একটা বছর বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেওয়া। বড় তাড়াহুড়ো করে নির্বাচকরা অধিনায়ক বদলের সিদ্ধান্ত নিয়ে ফেললেন। নতুন একজন ক্রিকেটারকে অধিনায়কের ব্যাটনটা তুলে দেওয়াটা ঠিক হল না। নির্বাচকরা ভুলে গেলেন রোহিতের কৃতিত্বের কথা।

বিস্মিত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। অস্ট্রেলিয়া সফরে একদিনের ক্রিকেটে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। তবে রোহিত দলে আছেন, কিন্তু তাঁকে দায়িত্ব দেওয়া হল না অধিনায়ক হিসেবে। মনে রাখতে হবে ভারতীয় ক্রিকেটে স্তম্ভ বলতেই রোহিত শর্মা। অবশ্যই দলের নেতা হিসেবে রোহিতকে দায়িত্ব দেওয়া উচিত ছিল।

Advertisement