বুধবার আয়ারল্যান্ডে আয়োজিত বিলিয়ার্ডস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফাইনালে পঙ্কজ আদবানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ৪০ বছর বয়সী কলকাতার সৌরভ কোঠারি। তিনি ৭২৫-৪৮০ পয়েন্টে পঙ্কজ আডবানিকে হারান। একই দেশের দুই প্রতিদ্বন্দ্বীর হাড্ডাহাড্ডি লড়াইয়ে ছিল তুমুল উত্তেজনা।সৌরভ এই টুর্নামেন্টের ফাইনালে প্রবেশ করেন ৪৯০-এর সর্বোচ্চ ব্রেক নিয়ে, যা তিনি গ্রুপম্যাচেই পেয়েছিলেন, সেটা তিনি ফাইনালে স্বদেশীয় প্রতিপক্ষের বিরুদ্ধেও ধরে রাখলেন। এই নিয়ে দ্বিতীয়বার তিনি বিলিয়ার্ডস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতলেন।
এ বারের ফাইনাল হয়েছিল টাইমড ফর্ম্যাটে। অর্থাৎ, এখানে সময়টা মাথায় রেখে খেলতে হচ্ছিল। সেই সময়ের মধ্যে সঠিক শট বাছাই করা খুব গুরত্বপূর্ণ। এর আগে সেমি ফাইনালে পঙ্কজ আদবানি দাপুটে পারফর্ম করে স্বদেশীয় ধ্রুব সিটওয়ালাকে হারিয়েছিলেন। কিন্তু ফাইনালে তাঁকে সৌরভের কাছে হার মানতে হয়। অন্যদিকে সৌরভ সেমিফাইনালে ইংল্যান্ডের ডেভিড কাউসারের সামনে কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ডেভিড তাঁর দ্রুত স্কোরিংয়ের ক্ষমতার জন্য পরিচিত। সেই ম্যাচে কোঠারি প্রথম সেশনে ২৬৩ ও ২৯৯-এর ব্রেক নেন। এর পর কাউসার ৩২৬-এ প্রত্যাবর্তন করেন এবং দ্বিতীয় সেশনে ব্যবধান কমিয়ে আনেন। চাপের মধ্যেও সৌরভ শেষে নিজের সেরা পারফরম্যান্স করেন এবং ৮৬৪-৫৪৭ এ জিতে ফাইনালে প্রবেশ করেন।
Advertisement
Advertisement
Advertisement



