• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

রাজ্য সাবাত প্রতিযোগিতায়  বর্ধমানের ছয় পদক

আমিনুর রহমান, বর্ধমান, ২৮ জুলাই: পশ্চিমবঙ্গ রাজ্য পর্যায়ের সাবাত প্রতিযোগিতায় এবারও বড় সাফল্য পেল বর্ধমানের খেলোয়াড়রা। পূর্ব বর্ধমানের ৬ জন খেলোয়াড় এবারের প্রতিযোগিতায় পদক জয়ী হয়ে ফিরল।  রাজ্য সাবাত চ্যাম্পিয়নশিপ  অনুষ্ঠিত হয়  কলকাতার কাছে ইছাপুরে  বিকাশ বাবু স্মৃতি ভবন কনভেনশন সেন্টারে। পূর্ব বর্ধমান জেলা ছাড়াও উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা, দক্ষিণ দিনাজপুর,নদীয়া, মুর্শিদাবাদ

আমিনুর রহমান, বর্ধমান, ২৮ জুলাই: পশ্চিমবঙ্গ রাজ্য পর্যায়ের সাবাত প্রতিযোগিতায় এবারও বড় সাফল্য পেল বর্ধমানের খেলোয়াড়রা। পূর্ব বর্ধমানের ৬ জন খেলোয়াড় এবারের প্রতিযোগিতায় পদক জয়ী হয়ে ফিরল।  রাজ্য সাবাত চ্যাম্পিয়নশিপ  অনুষ্ঠিত হয়  কলকাতার কাছে ইছাপুরে  বিকাশ বাবু স্মৃতি ভবন কনভেনশন সেন্টারে। পূর্ব বর্ধমান জেলা ছাড়াও উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা, দক্ষিণ দিনাজপুর,নদীয়া, মুর্শিদাবাদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে!
উত্তর ২৪ পরগনা, দক্ষিণ দিনাজপুর, হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলার খেলোয়াড়রা অংশ নেয়। খেলায়  বর্ধমানের হয়ে অংশ নিয়ে অন্যান্য জেলার  খেলোয়াড়দের হারিয়ে  ৮০ কেজিতে ব্রোঞ্জ পায় আমন মুখার্জি, ৮৫ কেজিতে ইমরান কাইয়ুম রৌপ্য, ৭০ কেজিতে  রনভীর বারিক স্বর্ণ পদক পেয়েছে। এছাড়াও পর্ণা দাস ৬৫ কেজিতে , রোহন দে ৮০ কেজিতে সোনার পদক লাভ করে।দিব্যসানু কোনার ৩৬ কেজিতে ব্রোঞ্জ  জিতেছে। এই সাফল্য আগামী দিনে বর্ধমানের খেলোয়াড়দের আরও উৎসাহিত করবে আশা সকলের। সফল প্রতিযোগিরা এর পর জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবার সুযোগ পাবে।

Advertisement

Advertisement