• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মারাদোনাকে শ্রদ্ধা জানাতে ছয় ফুটের কেক

বিশ্ব ফুটবলের প্রয়াত রাজপুত্র মারাদোনাকে সন্মান জানাল তামিলনাড়ু'র রামনাথপুরের এক বেকারি। বড়দিন উপলক্ষে কেক দিয়ে মারাদোনার ৬ ফুট লম্বা মূর্তি বানিয়েছে।

মারাদোনা ছয় ফুটের কেক (ছবি: SNS Web)

বিশ্ব ফুটবলের প্রয়াত রাজপুত্র মারাদোনাকে সন্মান জানাল তামিলনাড়ু’র রামনাথপুরের এক বেকারি। বড়দিন উপলক্ষে কেক দিয়ে মারাদোনার ৬ ফুট লম্বা মূর্তি বানিয়েছে তারা। সেই মারাদোনা কেক দেখতে ভিড় জমিয়েছে জনসাধারণ ওই বেকারির সামনে। সােশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে ওই কেকের ছবি।

বেকারির বাইরে টেবিলে ওই কেক সাজিয়ে রাখা হয়েছে । প্রস্তুতকারকরা জানিয়েছেন, ২৫ নভেম্বর মারা গিয়েছেন মারাদোনা। তাঁকে স্মরণ করতে ওই কেক বানানাে হয়েছে। ওই কেক তেরি করতে সময় লেগেছে ৪ দিন, কেকে উপকরণে লেগেছে ২৭০ টি ডিম ও ৬০ কেজি চিনি।

Advertisement

তবে মারাদোনা প্রথম নন। এর আগে ওই বেকারি প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, সচিন তেন্ডুলকর, উসেন বোল্ট, মাইক টাইসনের মতো বিখ্যাত ব্যক্তিদের কেক দিয়ে মূর্তি বানিয়েছে।

Advertisement

Advertisement