ফের একবার প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হল অলিম্পিক পদকজয়ী শাটলার পি ভি সিন্ধুকে। জাপান ওপেনের সুপার ৭৫০ ইভেন্টে প্রথম রাউন্ডে দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ সিম ইউ জিনের কাছে হেরে গেলেন তিনি। মাত্র ৩০ মিনিটের মধ্যেই ১৫-২১, ১৪-২১ ব্যবধানে সহজেই হেরে গেলেন ভারতীয় এই শাটলার। তবে, শুরুতে কিছুটা হলেও লড়াই করার চেষ্টা করেছিলেন দক্ষিণী এই শাটলার। কিন্তু বিশেষ লাভ হয়নি। চলতি বছর এই নিয়ে পঞ্চমবার প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেলেন তিনি।
কোরিয়ান তারকা ইউ জিন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন। ফলে সহজেই প্রতিপক্ষকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি তাঁকে। দ্বিতীয় গেমের শুরুতেই ১-৬ ব্যবধানে পিছিয়ে পড়েছিলেন সিন্ধু। সেখান থেকে লড়াই করে ম্যাচে ফিরেও আসেন তিনি। তখন একসময় স্কোর লাইন ছিল ১১-১১। এরপরেই অপ্রতিরোধ্য হয়ে ওঠেন সিম। লড়াই করে দুই সেট জিতে শেষপর্যন্ত ম্যাচটি জিতে নেন তিনি।
Advertisement
এদিকে, সিন্ধু হেরে গেলেও সহজেই প্রথম রাউন্ডের গণ্ডি টপকালেন লক্ষ্য সেন। ক্রমতালিকায় ১৮ নম্বরে থাকা চিনের ওয়াং ঝেং জিংকে ২১-১১, ২১-১৮ গেমে পরাজিত করেন তিনি। প্রি কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে লক্ষ্য মুখোমুখি হবেন জাপানের সপ্তম বাছাই তারকা কোডাই নারাওকার। পাশাপাশি, পুরুষদের ডাবলসে সাত্ত্বিক সাইরাজ এবং চিরাগ শেট্টি জুটি দুর্দান্ত জয়ে সহজেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছেন। কোরিয়ার জুটির বিরুদ্ধে মাত্র ৪২ মিনিটের লড়াইয়ে এদিন সহজেই ম্যাচ জিতে নেন তাঁরা। খেলার ফলাফল তাঁদের পক্ষে ২১-১৮, ২১-১০।
Advertisement
Advertisement



