দুই বছর অন্তর অনুষ্ঠিত হয় বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। ২০২৩ সালে সর্বশেষ আসর বসেছিল হাঙ্গেরির বুদাপেস্টে। জাপানে সর্বশেষ বিশ্ব অ্যাথলেটিকস হয়েছিল ২০০৭ সালে, ওসাকায়। প্রায় দুই দশক পর আবারও সেই আয়োজন ফিরছে জাপানের মাটিতে। টোকিওর আয়োজক কমিটি সব প্রস্তুতি শেষ এখন শুধু পর্দা ওঠার অপেক্ষায়।
অলিম্পিকের মতো হইচই না হলেও বিশ্ব অ্যাথলেটিকস আসরে বিশ্বের সেরা তারকারা সবাই অংশ নেন। এই প্রতিযোগিতা থেকেই বোঝা যায়, আগামী অলিম্পিক গেমসে কোন প্রতিযোগী নজর কেড়ে নেবেন। এবারের আসরে অংশ নিতে টোকিওতে হাজির হচ্ছেন ২০০টির মতো দেশের দুই হাজারের বেশি অ্যাথলিট। প্রতিযোগিতা হবে ৪৯টি ইভেন্টে। শনিবার থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। রবিবার মহিলাদের ম্যারাথন দিয়ে মাঠে গড়াবে প্রতিযোগিতা। টানা সাত দিন চলবে এ মহাযজ্ঞ।
Advertisement
Advertisement
Advertisement



