• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভারতের ভালো অধিনায়ক হতে গেলে শুভমনকে সময় দিতে হবে : সৌরভ

আইসিসি’র পক্ষ থেকে টেস্ট র্যাঙ্কিং তালিকায় ব্যাটসম্যান হিসেবে শীর্ষ স্থান দখল করলেন ইংল্যান্ডের জো রুট। তিনি ৮৮৮ পয়েন্ট সংগ্রহ করেছেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ইংল্যান্ডের কাছে লর্ডসের মাঠে অধিনায়ক শুভমন গিলের ভারত হেরে যাওয়ার পরেই অনেকেই মুখ খুলছেন। আর এই হেরে যাওয়াটাকে কোনওভাবেই মানতে পারছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। বিশেষ করে অধিনায়কের অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন উঠেছে। যে দলটা একেবারে জেতার লক্ষ্যে পৌঁছে যেতে পারত, সেই ভারতীয় দলে ব্যাটিং ব্যর্থতায় কিস্তিমাত করলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। যার ফলে ভারতীয় দলকে ১-২ ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়তে হল। যাঁরা অধিনায়ক শুভমন গিলের আগ্রাসী মনোভাবকে নিয়ে সমালোচনা করছেন, তাঁদেরকে বুঝিয়ে দিতে চেষ্টা করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি স্পষ্ট জানিয়েছেন, একজন অধিনায়কের দায়িত্ববোধ এবং ভালো অধিনায়ক হওয়ার জন্য সময়ের প্রয়োজন হয়ে থাকে।

শুভমন তো মাত্র তিনটি ম্যাচ খেললেন। তার মধ্যে একটা ম্যাচ জিতেছেন। নিঃসন্দেহে শুভমন গিল, বোলার যশপ্রীত বুমরাকে যেভাবে ব্যবহার করেছেন, তা অবশ্যই সঠিক সিদ্ধান্ত। বুমরা পরপর দুটো বলে ইংল্যান্ডের বেন ডাকেট ও জ্যাক ক্রুলিকে আউট করেছেন, তা অবশ্যই বুদ্ধিমত্তার পরিচয়। আবার দিনের শেষ দিকে নতুন বলের সুইংকে সামলানো কঠিন হয়ে যায় ব্যাটসম্যানদের। ভারত সেই জায়গায় অবশ্যই এগিয়ে ছিল। ভারতের অধিনায়ক তখন যে আগ্রাসী ভূমিকা দেখিয়েছেন, তা দলের কাছে প্লাস পয়েন্ট হয়েছে। এমনকি শুভমনের বিরুদ্ধে যে কটুকথা ইংল্যান্ডের ক্রিকেটাররা ছুঁড়েছেন, তা কখনওই মেনে নেওয়া যায় না। শুভমনকে আরও বেশি সময় দিতে হবে। অধিনায়কের আচরণকে পরাজয়ের নেপথ্যে কারণ হিসাবে সৌরভ গাঙ্গুলি এমনই ধারণা প্রকাশ করেছেন।

Advertisement

সৌরভ আরও বলেন, শুভমন নিজের মতো ঠিক গুছিয়ে নিতে পারবে। যতদিন এগিয়ে যাবে ততই তাঁর অভিজ্ঞতা বাড়বে এবং চাপ থেকে সে মুক্ত হবে। কেউই প্রথম থেকে ভালো অধিনায়ক হতে পারে না। জোর গলায় বলতে পারি বার্মিংহামে দারুণ নেতৃত্ব দিয়েছে শুভমন। তাঁর চ্যালেঞ্জিং মুডকে বাহবা দিতেই হবে। পরপর দুটো ইনিংসে শতরান করা কম কথা নয়। আবার একজন অধিনায়ক হিসেবে এই দায়িত্ব পালন দলের কাছে ভরসা। প্রথম টেস্টে হেডিংলেতে শতরান করেন। এখনও পর্যন্ত তিন টেস্টে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব শুভমনের। তাঁর ব্যাট থেকে এসেছে ৬০৭ রান। লর্ডসের মাঠে হারটা সৌরভ হতাশ হলেও শুভমনের পাশে দাঁড়িয়েছেন। নিঃসন্দেহে ১৯২ রান করাটা কোনও কঠিন ব্যাপার ছিল না। ভারতের ব্যাটিং শক্তি অসাধারণ। এই হারটায় প্রত্যেকেই কষ্ট পেয়েছেন। জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র দুটো জুটি। জাদেজা, বুমরা ও সিরাজ যেভাবে ধৈর্য সহকারে ব্যাট করেছে প্রয়োজনীয় সময়ে। লড়াইটা সেইভাবে সাফল্যের দিকে নিয়ে যেতে পারল না। তবুও বলতে দ্বিধা নেই, লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা দলের স্বার্থে দারুণ ভূমিকা নিয়েছে।

Advertisement

এদিকে আইসিসি’র পক্ষ থেকে টেস্ট র্যাঙ্কিং তালিকায় ব্যাটসম্যান হিসেবে শীর্ষ স্থান দখল করলেন ইংল্যান্ডের জো রুট। তিনি ৮৮৮ পয়েন্ট সংগ্রহ করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামস। আর তৃতীয় স্থান পেয়েছেন হ্যারি ব্রুক। তবে ভারতের অধিনায়ক শুভমন গিল নবম স্থানে জায়গা পেয়েছেন। ভারতের যশস্বী জয়সওয়াল পঞ্চম স্থানে এবং ঋষভ পন্থ অষ্টম স্থানে নাম লিখিয়েছেন। ভারতের সফল বোলার যশপ্রীত বুমরা বোলিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। তাঁর সংগ্রহে ৯০১ পয়েন্ট। আগামী ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হবে ওল্ড ট্র্যাফোর্ডে। খুব সম্ভবত চতুর্থ টেস্টে যশপ্রীত বুমরা নাও খেলতে পারেন। সেক্ষেত্রে মহম্মদ সিরাজ ও আকাশদীপের উপরেই বড়  দায়িত্ব পড়বে।

Advertisement