মাঠে লড়াকু মনোভাবকে স্যালুট করেন শুভমন গিল

Written by SNS April 27, 2024 1:10 pm

নিজস্ব প্রতিনিধি— আইপিএল ক্রিকেটে পরপর দু’বার ফাইনাল খেলায় ছাড়পত্র পান গুজরাট টাইটানস৷ এবারে আইপিএল ক্রিকেটে গুজরাট টাইটানসকে নেতৃত্ব দিচ্ছেন শুভমন গিল৷ সেই অর্থে শুভমনের নেতৃত্বে আহামরি খেলা খেলছে তা নয়৷ পয়েন্টের খতিয়ানে দেখতে পাওয়া যাচ্ছে, তারা সপ্তম স্থানে রয়েছে৷ দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে গিয়েছে গুজরাত দল৷ হেরে গিয়েও অভিমান করে শুভমন বলেছেন, খুশি হয়েছি৷ আবার ঠিক সেইরকম পাঞ্জাব কিংসকে হারিয়ে অভিমান থেকে রাগ বেশি হয়েছে শুভমনের৷

শুভমন গিল দলের পরিস্থিতি নিয়ে বেশ চিন্তিত, তা নয়৷ গত দু’বছর পরপর তাঁরা ফাইনাল খেলেছেন৷ তাহলে চিন্তার কী আছে? এমনই মনোভাব প্রকাশ করে দিল্লির কাছে হারটা খুশি মনে মেনে নিয়েছেন৷ কিন্ত্ত পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটা জিতেও আনন্দ পাননি৷ দিল্লি ম্যাচে সব খেলোয়াড়দের মধ্যে একটা লড়াকু মনোভাব দেখতে পাওয়া গিয়েছিল৷ আমরা ওই ম্যাচে চার রানে হেরে গিয়েছিলাম৷ এটা মনে রাখতে হবে, ওই খেলায় ২২৫ রান তাড়া করে করেছিলাম৷ আমি ৬ রানে আউট হয়েও ভেঙে পড়িনি৷ আমি জানতাম আমাদের সতীর্থ খেলোয়াড়রা লড়াই করবে৷ অধিনায়ক হিসেবে আমি ২ পয়েন্টে খুশি হইনি৷ কতটা লড়াই করা গেল, সেটাই হল গুরুত্বপূর্ণ৷

হার্দিক পাণ্ডিয়া গুজরাত দলকে ছেড়ে যাওয়ার পরে অধিনায়কের বাটনটা তুলে দেওয়া হয়েছে শুভমন গিলের হাতে৷ এই প্রসঙ্গে শুভমন গিল বলেন, দলকে নেতৃত্ব দিতে গিয়ে বেশকিছু অভিজ্ঞতা তৈরি হচ্ছে৷ নিজের ও দলের অন্য খেলোয়াড়দের সম্পর্কে অনেককিছু জানতে পারা যাচ্ছে৷ কখন কীভাবে কোন খেলোয়াড়কে নামানো উচিত বা প্রতিপক্ষ দলকে চাপে রাখতে গেলে কোন বোলারকে বল তুলে দিতে হবে, তারও একটা জ্ঞান তৈরি হচ্ছে৷ কার কাছ থেকে সেরা খেলাটা বের করে আনতে হবে, সেদিকে দৃষ্টি রাখতে হচ্ছে৷ খেলা নিয়ে চর্চা করতে হচ্ছে প্রতিটি মুহূর্তে৷ সব মিলিয়ে বলতে পারা যায়, একজন ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে মাঠে নামলে কীভাবে দলকে পরিচালিত করতে হয়, সেটা কিন্ত্ত তাৎক্ষণিক বুদ্ধির প্রয়োজন রয়েছে৷