রানরেট নয়, আমাদের কাছে সুযােগ ছিল একটা ম্যাচ জিততে পারলেই কোয়ালিফাই করব, তাই আরসিবির বিরুদ্ধে খেলতে নামার আগে আমরা জয়টাকেই প্রধান লক্ষ্য করেছিলাম।
রানরেট কি রয়েছে সেটা নিয়ে আমরা ভাবতে চাইনি। যেখানে আমরা জয় তুলে নিয়ে দু’পয়েন্ট সংগ্রহ করতে পারলে কোয়ালিফাই করতে পারব সেখানে আমরা রানরেট নিয়ে কেন ভাবব।
Advertisement
বিশেষ করে চার ম্যাচে পরাজিত হওয়ার পর যেকোনাে দলের কাছে প্রথম লক্ষ্যটাই থাকে জয়ের প্রবাহে নিজেদের ফিরিয়ে আনা আমরা সেই কাজটা খুব ভালাে করতে পেরেছি। তাই আমি দলের ক্রিকেটারদের পারফরমেন্সে খুব খুশি।
Advertisement
তবে আগামিদিনে প্লে-অফে খেলতে নামার আগে আমাদের ভুলত্রুটিগুলাে শুধরে নিয়ে মাঠে নামতে হবে সেটা আমি আগাম সকলকেই জানিয়ে দিয়েছি, জানালেন শ্রেয়স আইয়র।
Advertisement



