• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

দলের সঙ্গে যােগ দিলেন ধাওয়ান-আইয়র

এখানেই ৪ মার্চ থেকে শেষ টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেটাররা। মঙ্গলবার তার জোরদার প্রস্তুতিও সেরে নেয় গােটা দলের ক্রিকেটাররা।

শিখর ধাওয়ান (Photo: IANS)

এখানেই ৪ মার্চ থেকে শেষ টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় ক্রিকেটাররা। মঙ্গলবার তার জোরদার প্রস্তুতিও সেরে নেয় গােটা দলের ক্রিকেটাররা। পাশাপাশি এখানেই পাঁচটি টি- ম্যাচের আসর বসবে।

মঙ্গলবারই করোনা প্রােটোকলের কথা মাথায় রেখে। শিখর ধাওয়ান ও শ্রেয়স আইয়র যােগ দিলেন টিমের সঙ্গে। বলে রাখা ভালাে, ১ মার্চ বিসিসিআই দলের ক্রিকেটারদের রিপাের্ট দিতে বলেছিল।

Advertisement

Advertisement

Advertisement