• facebook
  • twitter
Thursday, 21 August, 2025

সাদা বলের ক্রিকেটে ভারতের অধিনায়কের দৌড়ে শ্রেয়স আইয়ার

সবচেয়ে বড় কথা হল, পাঞ্জাব কিংস দলে ছ’জন আনক্যাপড ক্রিকেটার নিয়ে অধিনায়ক শ্রেয়স আইয়ার দারুণ পারপরম্যান্স দেখিয়েছেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আইপিএল ক্রিকেটে এবার যদি শিরোনামের তালিকায় সবার উপরে কোন ক্রিকেটার থাকবেন বলা যায়, তাহলে পাঞ্জাব কিংস দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারের নামটা আগে আসবে। শ্রেয়স আইয়ার পরপর দু’টি দলকে আইপিএল ক্রিকেটের ফাইনালে তুলেছেন। স্বাভাবিকভাবে বিসিসিআইয়ের কর্মকর্তাদের নজর এড়াতে পারেনি শ্রেয়স আইয়ারের থেকে। তাই নতুন করে বোর্ড কর্মকর্তাদের ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য শ্রেয়স আইয়ারের নাম নিয়ে। গত বছর আইপিএল ক্রিকেটে কলকাতা নাইটরাইডার্স দলকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করিয়েছেন শ্রেয়স। তবে পাঞ্জাব কিংস দলকে ফাইনালে তুললেও শেষ পর্যন্ত রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়। এককথায় বলা যায় শ্রেয়স আইয়ার যে সাহসী ভূমিকা নিয়ে এবারের আইপিএল ক্রিকেটে খেলেছেন, তার জন্য অবশ্যই বাহবা শব্দটা তোলা থাকবে।

সবচেয়ে বড় কথা হল, পাঞ্জাব কিংস দলে ছ’জন আনক্যাপড ক্রিকেটার নিয়ে অধিনায়ক শ্রেয়স আইয়ার দারুণ পারপরম্যান্স দেখিয়েছেন। এককথায় বলা যায়, তিনি কখনওই অধিনায়কত্ব নিয়ে বাড়তি কোনও চাপের মধ্যে ছিলেন না। তিনি সবসময় ভাবতেন, দলকে কীভাবে জেতাতে হবে? পাশাপাশি, সতীর্থ খেলোয়াড়দের উৎসাহিত করেছেন। ড্রেসিংরুমে ও মাঠে কীভাবে খেলোয়াড়দের আচরণবিধি হয়, তার একটা প্রাথমিক পাঠ অধিনায়ক শ্রেয়স আইয়ার সবার কাছে পৌঁছে দিয়েছেন। আর এই পাঠ দলের সাফল্যে এগিয়ে এসেছে। তাই বলতেই হবে অধিনায়ক হিসেবে তিনি সফল। এবারে ১৭টি ম্যাচে তিনি ৬০৪ রান করেছেন। দেখার মতো। পাঞ্জাব দলের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

এই মুহূর্তে একদিনের ক্রিকেট দলে রোহিত শর্মা আছেন। আছেন বিরাট কোহলিও। আইপিএল ক্রিকেটের পর টি-টোয়েন্টি ক্রিকেটে শ্রেয়স আইয়ারকে কোনওভাবেই বাইরে রাখার ভাবনা নির্বাচকরা করতে পারবেন না। শুধু তাই নয়, টেস্ট দলে শ্রেয়স আইয়ারকে শুধু নিয়ে আসা নয়, অধিনায়কের ব্যাটনটাও তুলে দেওয়ার ভাবনাও বড় করে দেখা দিয়েছে। অর্থাৎ সাদা বলে নেতৃত্ব দেওয়ার দৌড়ে শ্রেয়স আইয়ার চলে এলেন। এখানে উল্লেখ করা যেতে পারে, টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলে এই মুহূর্তে সূর্যকুমার যাদবকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আর একদিনের ক্রিকেটে সেই রোহিত শর্মাকেই অধিনায়কের ব্যাটনটা তুলে দেওয়া হয়েছে। রোহিতের বয়স এখন ৩০ বছর। তাই শ্রেয়স আইয়ারকে যদি অধিনায়ক করা হয়, সেক্ষেত্রে দীর্ঘদিন নেতৃত্ব দিতে পারবেন তিনি। তবে পরের বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ বা দু’বছর পর একদিনের বিশ্বকাপে শ্রেয়স আইয়ারকে নেতৃত্ব দিতে দেখা যাবে, তা বলার অপেক্ষা রাখে না।

ভারতীয় দলের বর্তমান কোচ গৌতম গম্ভীর বলেছেন, আগামী দিনের ভাবনায় তরুণ ক্রিকেটারদের উপরেই দায়িত্ব দেওয়া উচিত। নতুন প্রজন্মকে যদি আরও বেশি করে দলে জায়গা দেওয়া যায়, তাহলে ভারতীয় দলের অগ্রগতি দেখতে পাওয়া যাবে। সেক্ষেত্রে উদাহরণ হিসাবে শ্রেয়স আইয়ারের নামটা উঠে আসতেই পারে। এই মুহূর্তে শ্রেয়সের নামটা অধিনায়ক হিসেবে উজ্জ্বল হয়ে উঠছে ভারতীয় দলে।