গত মঙ্গলবার অস্ট্রেলিয়া –এ দলের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে আচমকাই দল ছেড়েছিলেন ভারতীয় –এ দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। সেই সময় তিনি নাকি বোর্ডের কাছে অনুরোধ করেছিলেন তাঁকে যেন আগামী ছ’মাস লাল বলের ক্রিকেট থেকে পুরোপুরি বিশ্রাম দেওয়া হয়। শ্রেয়সের সেই দাবি আপাতত মেনে নিয়েছে বোর্ড। সেজন্য, আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁকে দলে রাখেননি অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। তবে, লাল বলের ক্রিকেট খেলতে বিশেষ রাজি না থাকলেও সাদা বলের ক্রিকেটে অস্ট্রেলিয়া -এ দলের বিরুদ্ধে তাঁকেই অধিনায়ক নির্বাচন করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে।
যার ফলে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি ভারতের একদিনের দলের নতুন অধিনায়ক হিসেবে শ্রেয়সকেই ভাবছে বিসিসিআই? বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নির্বাচক প্রধান অজিত আগারকার।
Advertisement
তিনি জানিয়েছেন, আপাতত ভারতের একদিনের দলের অধিনায়ক নিয়ে খুব একটা ভাবতে চান না তাঁরা। আগারকার বলেন, ভারত ‘এ’ দলের অধিনায়ক হিসাবে শ্রেয়সের নাম ঘোষণা করার অর্থ এই নয় যে তাঁকেই ভারতের পরবর্তী এক দিনের অধিনায়ক করা হবে। একইসঙ্গে তিনি আরও বলেন, এক দিনের ফরম্যাট নিয়ে এখনও বোর্ডের সঙ্গে কোনওরকম আলোচনা হয়নি। আগারকারের মতে, শ্রেয়স সিনিয়র খেলোয়াড়।
Advertisement
পাশাপাশি, অধিনায়কত্বের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা তাঁর আগেও রয়েছে। তাই সব দিক বিবেচনা করে তাঁকেই অস্ট্রেলিয়া -এ দলের বিরুদ্ধে একদিনের সিরিজে শ্রেয়সকে অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে। আগারকার বলেন, শ্রেয়সের মধ্যে অধিনায়কত্বের সমস্ত গুণ রয়েছে। এই প্রসঙ্গে বলা যায়, আপাতত ছ’মাস কোনও টেস্ট ম্যাচ খেলবেন না শ্রেয়স।
এদিকে, এশিয়া কাপে ভারতের টি-টোয়েন্টি দলেও সুযোগ পাননি তিনি। সেক্ষেত্রে, রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতের এক দিনের দলে নিজের জায়গা আরও পাকা করতে চাইবেন শ্রেয়স। যার ফলে, এখন দেখার বিষয় হল শ্রেয়সের ভবিষ্যৎ কোন পথে এগোয়।
Advertisement



