রঞ্জি ট্রফি ক্রিকেটে দাপটের সঙ্গে মুম্বইয়ের শ্রেয়স আইয়ার খেলে চলেছেন। গত বুধবার মহারাষ্ট্রের বিরুদ্ধে শতরান উপহার দিয়েছিলেন। আর বৃহস্পতিবার তিনি দ্বিশতরান করে সবার নজর কেড়ে নিলেন। শুধু দ্বিশতরান করেই তিনি ক্ষান্ত থাকলেন না, তিনি যে এখনও দারুণ ফর্মে রয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না। কেকেআর দল থেকে আইপিএল ক্রিকেটের মেগা নিলামের আগে বেরিয়ে আসেন। তারপরে ভারতীয় দলে তাঁর জায়গা হয়নি। সেই কারণে শ্রেয়স আইয়ার নির্বাচকদের কাছে বার্তা দিতে চান ক্রিকেট মাঠে তিনি হারিয়ে যাননি। তাঁর ব্যাটে এখনও বড় রান আসে। তাই আবার তিনি জাতীয় দলে খেলার স্পর্ধা রাখেন। ৯ বছর বাদে রঞ্জি ট্রফি ক্রিকেটে দ্বিশতরান করার কৃতিত্ব দেখালেন শ্রেয়স আইয়ার।
মহারাষ্ট্রের বিরুদ্ধে প্রথম দিনে ১০১ রানে অপরাজিত ছিলেন শ্রেয়স। মেরেছিলেন ১৮টি চার এবং চারটি ছয়। দ্বিতীয় দিন শ্রেয়স দ্রুত রান করছিলেন। উল্টো দিকে থাকা সিদ্ধেশ লাড ধীরে খেলে শ্রেয়সকে বেশি বল খেলার সুযোগ করে দিচ্ছিলেন। তিনিও শতরান করেছেন। রঞ্জি ট্রফিতে শেষ বার ২০১৫-র অক্টোবরে দ্বিশতরান করেছিলেন শ্রেয়স। প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ শতরান ২০১৭-১৮ সালে। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে।
Advertisement
এ বছরের ফেব্রুয়ারিতে শেষ বার ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন শ্রেয়স। কিন্তু অস্ত্রোপচারের পর আবার পিঠে ব্যথা হওয়ায় বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। তার পর আর জাতীয় দলে ফিরতে পারেননি। তিনি বলেছিলেন, ‘জাতীয় দলে ফিরতে চাই। তবে নিজের হাতে যেটা রয়েছে সেটার উপরেই নিয়ন্ত্রণ রয়েছে। আমি শুধু ভাল খেলতে চাই। যত বেশি সম্ভব ম্যাচ খেলতে চাই। ভারতীয় দলের হয়ে খেলায় আলাদা অনুভূতি তৈরি হয়।’
Advertisement
Advertisement



