• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

শােকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার গভীর রাতে সন্তোষপুরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ১৯৪৮-৫২ সালের অলিম্পিক দলের একমাত্র সদস্য কেশব দত্ত। একটা যুগের অবসান হল।

কেশব দত্ত (Photo: SNS)

মঙ্গলবার গভীর রাতে সন্তোষপুরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ১৯৪৮-৫২ সালের অলিম্পিক দলের একমাত্র সদস্য কেশব দত্ত। একটা যুগের অবসান হল। কেশৰ দত্তের প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইট করে শােকপ্রকাশ করেন। তিনি লেখেন ‘হকি বিশ্ব একজন কিংবদন্তীকে হারাল। হকির দুনিয়ায় নক্ষত্র পতন। কেশব দত্তের প্রয়াণে আমর শােকাহত ও মর্মাহত।

Advertisement

১৯৪৮ এবং ১৯৫২ সালে অলিম্পিকে সােনা জয় করেছিলেন তিনি। ভারত এবং বাংলার একজন চ্যাম্পিয়ন তিনি ওঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

Advertisement

Advertisement