পূর্ব রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশন (ERSA)-এর উদ্যোগে আয়োজিত ৬৭তম সর্বভারতীয় রেলওয়ে বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ (পুরুষ বিভাগ) সমাপ্ত হল মঙ্গলবার কলকাতার বেহালার পূর্ব রেলওয়ে ইনডোর স্টেডিয়ামে। সমাপ্তি অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সাত্যকি নাথ এবং পূর্ব রেলওয়ে মহিলা কল্যাণ সংস্থার (ERWWO) সভাপতি শ্রীমতী সীমানা দেউস্কর। তারা ব্যতিক্রমী পারফর্ম করা খেলোয়াড় এবং অন্যান্য দলকেও পুরস্কৃত করেন।
এই চ্যাম্পিয়নশিপে ভারতীয় রেলের বিভিন্ন জোন থেকে ২০টি দল অংশগ্রহণ করেছিল। প্রতিযোগিতায় মোট ২৬২ জন খেলোয়াড়, ২৮ জন কর্মকর্তা, ১ জন পর্যবেক্ষক এবং ৫ জন নির্বাচক উপস্থিত ছিলেন।
৬৮ পয়েন্ট অর্জন করে উত্তর রেলওয়ে দল চ্যাম্পিয়নের মর্যাদা লাভ করে। ৬৪ পয়েন্ট নিয়ে রানার আপ হয় ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF)। পূর্ব রেলওয়ে দল ৭১:৫২ পয়েন্টে পশ্চিম রেলওয়েকে পরাজিত করে দ্বিতীয় রানার আপ হয়। উত্তর রেলওয়ের সেহজ প্রতাপ সিং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর এই প্রতিযোগিতার সফল আয়োজনের জন্য পূর্ব রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই ধরনের জাতীয় স্তরের ক্রীড়া আয়োজন রেলওয়ের গর্ব বৃদ্ধি করে।
পূর্ব রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সাত্যকি নাথ বলেন, ‘এই প্রতিযোগিতা কেবলমাত্র একটি খেলা নয়, এটি রেল পরিবারের মধ্যে বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি বাস্কেটবলের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’