• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রেলওয়েকে বেলাইন করে বড় জয় সাদা-কালো শিবিরের

মহামেডানের ফুটবলাররা ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেন। খেলার ২১ মিনিটের মাথায় মহামেডান এগিয়ে যায়। গোল করেন অ্যাডিশন সিং।

প্রতিনিধিত্বমূলক চিত্র

অবনমন রাউন্ডের ম্যাচে শনিবার রাতারাতি মহামেডান স্পোর্টিংকে দারুণ ছন্দে দেখতে পাওয়া গেল। সাদা-কালো শিবিরের দাপটে রেলওয়ে এফসি একেবারে বেলাইন হয়ে গেল। নৈহাটি স্টেডিয়ামে রেলওয়ে দলকে সেই অর্থে কোনও সময়ই পাল্টা আক্রমণ শানাতে দেখতে পাওয়া যায়নি। বরঞ্চ মহামেডানের ফুটবলাররা আক্রমণে ঝড় তুলতে কোনওরকম পিছিয়ে থাকেননি। যার ফলে ম্যাচের ফলাফল গিয়ে দাঁড়ায় মহামেডানের ৬ গোল আর প্রতিপক্ষ রেলওয়ে এফসি ১ গোল। মহামেডানের এই জয়ের ফলে অবনমনের হাত থেকে বেঁচে যাওয়ার পথটা মসৃণ হয়ে গিয়েছে। প্রথম দিকে রেলওয়ে দল প্রতিপক্ষ মহামেডানের বিরুদ্ধে আক্রমণ গড়ে তোলার চেষ্টা করলেও আসল লক্ষ্যে পৌঁছতে পারেনি। দুটো কর্নার আদায় করে নিলেও চাপ সৃষ্টি করতে পারেনি রেলওয়ে দল।

তারপর থেকেই মহামেডানের ফুটবলাররা ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেন। খেলার ২১ মিনিটের মাথায় মহামেডান এগিয়ে যায়। গোল করেন অ্যাডিশন সিং। প্লেসিং ফুটবল খেলে সাদা-কালো শিবিরের ফুটবলাররা যেভাবে রেলওয়ের রক্ষণভাগকে ভেঙে দেয়, তাতে স্পষ্ট হয়ে গিয়েছিল, গোলের সংখ্যা বাড়বে। ২৫ মিনিটে সাকার গোলে ২-০-তে এগিয়ে যায় মহামেডান। তবে প্রথম পর্বে আর কোনও গোল না হলেও দ্বিতীয় পর্বে মহামেডান আরও বেশি আগ্রাসী ভূমিকা নিয়ে রেলওয়ে দলকে নাস্তানাবুদ করতে থাকে। ৫৮ মিনিটে অ্যাডিসন আবার গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন। ৭২ মিনিটে মহামেডানের চতুর্থ গোলটি আসে বামিয়া সামাদের পা থেকে। ৮৭ মিনিটে মহামেডানের কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর ফুটবলাররা আরও বেশি আক্রমণে ঝড় তুলে গোল পেয়ে যায়। গোলটি করেন শিবা মাণ্ডি। স্বাভাবিকভাবে ৫-০ গোলে এগিয়ে যাওয়ার পরে মহামেডানের ফুটবলাররা কিছুটা হালকা চালে খেলার প্রবণতা দেখাতে থাকেন। সেই অবস্থায় রেলওয়ের এফসি’র প্রশান্ত দাস গোলকরে খেলার ব্যবধান (৫-১) কমান। দ্বিতীয় পর্বের সংযুক্ত সময়ে মহামেডানের লালরোথাঙ্গা গোল করে বড় জয়কে নিশ্চিত করেন।

Advertisement

Advertisement

Advertisement