এক বছর পর কোর্টে ফিরে জয় পেলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। জয় দিয়েই কাতার টোটাল ওপেনে অভিযান শুরু করলেন ভারতের টেনিস তারকা। মহিলাদের ডাবলসে তার জুটি ছিলেন স্লোভেনিয়ার আন্দ্রেয়া ক্লেপাচ। খেলার ফলাফল ৬-৪, ৬-৭ ( ৫-৭ ), ১০-৫ সেট।
ইন্দো-স্লোভেনিয়ান জুটি হারায় ইউক্রেনের নাদিয়া ও লিউদমিলা কিচেনেককে। খেলার শুরুতে ০-৩ ব্যবধানে পিছিয়ে পড়েও দারুণভাবে কামব্যাক করেন ইন্দো-স্লোভেনিয়ান জুটি। এই জয়ের ফলে কাতার টোটাল ওপেনের কোয়ার্টার ফাইনালের খেলার ছাড়পত্র পেয়ে গেলেন সানিয়াউল্লেখ্য কয়েক মাস আগেই করােনায় আক্রান্ত হয়েছিলেন সানিয়া। সেখান থেকে কোর্টে ফিরে প্রথম ম্যাচেই জয়। পেয়ে চমক দেখালেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। আর নিজের দক্ষতাটা প্রমাণ করে দেখালেন।
Advertisement
Advertisement
Advertisement



