• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রোনাল্ডোকে লাল কার্ড বিশ্বকাপে অনিশ্চিত পর্তুগাল

তাঁকে ছাড়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের শেষ গ্ৰুপ ম্যাচ খেলতে হবে, এই বিষয়টি যথেষ্টই চাপে রাখছে পর্তুগালের প্রশিক্ষক রবার্তো মার্টিনেজকে।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলায় রিপাবলিক অফ আয়ারল্যান্ড ২-০ গোলে পরাজিত করল পর্তুগালকে। শুক্রবার ডাবলিনে আয়োজিত এই খেলায় সতেরো মিনিটের মাথায় ট্রয় প্যারোট গোল করে এগিয়ে দেন আয়ারল্যান্ডকে। এরপর পঁয়তাল্লিশ মিনিটের মাথায় তিনিই আবার গোল করে ব্যবধান বাড়ান। শেষে এই ফলাফলই রয়ে যায় দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায়।
তবে এই খেলার আলোচ্য বিষয় প্যারোটের জোড়া গোল নয়। এই খেলায় সবচেয়ে আলোড়ন ফেলা বিষয় হোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লাল কার্ড দেখা। ম্যাচের বয়স যখন ৬১ মিনিট, তখন আয়ারল্যান্ডের ওশিয়াকে নিয়ম বহির্ভূতভাবে হাত দিয়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন রোনাল্ডো। ফলে ম্যাচের বাকি সময়টা দশজনে খেলতে হয় পর্তুগাল পর্তুগালকে। একে দলের প্রধান খেলোয়ারের বেড়িয়ে যাওয়া, তার উপর দশজনে খেলা এগারোজনের বিরুদ্ধে, পর্তুগালের জন্য স্বভাবতই ম্যাচে ফেরা কঠিন হয়ে যায়। শেষ পর্য্যন্ত হার স্বীকার করতে বাধ্য হয় তারা। ম্যাচের আগেই পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো বলেছিলেন যে আয়ারল্যান্ড কঠিন প্রতিপক্ষ। শেষ পর্যন্ত তাঁর আশঙ্কাই সত্যি প্রমাণিত হোল।

এই হারের ফলে ২০২৬ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে নতুন করে অনিশ্চয়তার সম্মুখিন হোল পর্তুগাল। এখন যা পরিস্থিতি, সরাসরি গ্ৰুপ থেকে যোগ্যতা অর্জন করা নিশ্চিত করতে গেলে শেষ খেলাতে আর্মেনিয়ার বিরুদ্ধে অন্তত এক পয়েন্ট পেতেই হবে পর্তুগালকে। তার উপর সেই ম্যাচে পর্তুগাল পাবে না তাঁদের প্রধান খেলোয়াড় ও অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এখনও পর্য্যন্ত ৫টি খেলায় ৫টি গোল করে রোনাল্ডো ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন যে ৪০ বছর বয়সেও তিনি পর্তুগালের জাতীয় দলের জন্য কতটা অপরিহার্য। অবশ্য শুধু তো গোল করা নয়,গোল করানোর ক্ষেত্রেও ক্রিশ্চিয়ানোর অবদান উল্লেখযোগ্য। এখনো তাঁকে কেন্দ্র করেই পর্তুগালের যাবতীয় আক্রমণ রচিত হয়।

Advertisement

সর্বোপরি, তাঁর মাঠে থাকা বা না থাকাটাই একটা বিশাল ফ্যাক্টর। এমত অবস্থায় তাঁকে ছাড়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের শেষ গ্ৰুপ ম্যাচ খেলতে হবে, এই বিষয়টি যথেষ্টই চাপে রাখছে পর্তুগালের প্রশিক্ষক রবার্তো মার্টিনেজকে। তা সে প্রতিপক্ষ যেই হোক না কেন।

Advertisement

এখানে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য হোল, ক্রিস্টিয়ানো রোনাল্ডো যবে থেকে পর্তুগালের জাতীয় দলের হয়ে ফুটবল খেলছেন, তবে থেকে সমস্ত বড় টুর্নামেন্টে, যেমন ফিফা বিশ্বকাপ, বা উয়েফা ইউরো কাপ, বা উয়েফা নেশনস লিগ যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। জিতেছে একটি ইউরো কাপ ও দুটি নেশনস লিগ। এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো বহুক্ষেত্রে একক দক্ষতায় তাঁর দেশকে বৈতরণী পার করিয়েছেন। তাই তাঁকে ছাড়া তাঁর সতীর্থরা তাঁর শেষ বিশ্বকাপে অংশগ্ৰহণ করা সুনিশ্চিত করতে পারেন কিনা, সেটাই দেখার।

Advertisement