• facebook
  • twitter
Wednesday, 24 December, 2025

দীর্ঘদিন বাদে বিজয় হাজারে ট্রফিতে নামছেন রোহিত-কোহলিরা

বুধবার থেকে শুরু হতে চলেছে বিজয় হাজারে ট্রফি। প্রথমদিন মোট ১৬ ম্যাচ হবে। বাংলা, মধ্যপ্রদেশের পাশাপাশি এদিন মাঠে নামছে মুম্বই এবং দিল্লি দল।

প্রতিনিধিত্বমূলক চিত্র

দীর্ঘ এক দশক বাদে ফের ঘরোয়া ক্রিকেটে মাঠে নামতে চলেছেন ভারতের তারকা ক্রিকেটাররা। রোহিত শর্মা, বিরাট কোহলির পাশাপাশি শুভমন গিল, ঋষভ পন্থদেরও এবার এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে। জাতীয় দলের এই ক্রিকেটাররা বিজয় হাজারে ট্রফির সব ম্যাচে না খেললেও প্রথমদিকের বেশ কিছু ম্যাচে তাদের মাঠে নামবেন তাঁরা। যা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যেও ক্রমশ উৎসাহ বাড়ছে। শেষবার ২০১০ সালে বিজয় হাজারেতে খেলতে নেমেছিলেন বিরাট কোহলি। অন্যদিকে, রোহিত শেষবার এই টুর্নামেন্টে মাঠে নেমেছিলেন ২০১৮ সালে।

বুধবার থেকে শুরু হতে চলেছে বিজয় হাজারে ট্রফি। প্রথমদিন মোট ১৬ ম্যাচ হবে। বাংলা, মধ্যপ্রদেশের পাশাপাশি এদিন মাঠে নামছে মুম্বই এবং দিল্লি দল। ম্যাচ খেলতে ইতিমধ্যেই দলের সঙ্গে কর্ণাটক পৌঁছে গিয়েছেন বিরাট কোহলি। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে মাঠে নামবে ঋষভ পন্থের নেতৃত্বাধীন দিল্লি দল। এই প্রসঙ্গে বলা যায়, এনিয়ে দু’বার কোহলিদের ম্যাচ ভেন্যু পরিবর্তন করা হল। প্রথমে ঠিক ছিল দিল্লির সব ম্যাচ হবে আলুরে। কিন্তু সুরক্ষা ও প্রযুক্তিগত কারণে সেখান থেকে খেলা সরিয়ে আনা হয় চিন্নাস্বামী স্টেডিয়ামে। শেষপর্যন্ত সেখান থেকেও সরিয়ে নিয়ে যাওয়া হল দিল্লির ম্যাচ। জানা গিয়েছে, নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই ম্যাচটি সম্ভবত রুদ্ধদ্বার হতে চলেছে।

Advertisement

এদিকে, বিরাট-রোহিতের পাশাপাশি শুভমন গিল, অভিষেক শর্মা, আর্শদীপ সিংদেরও খেলতে দেখা যাবে এই টুর্নামেন্টে। তবে, বিরাট-রোহিতের জন্য দুটি ম্যাচ নির্দিষ্ট করে দেওয়া হলেও গিলরা ক’টি ম্যাচে মাঠে নামবে তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি। তাঁরা কখন ফাঁকা রয়েছেন, তার উপরে অনেকটাই নির্ভর করবে ঘরোয়া ক্রিকেটে তাঁদের খেলা। এ ছাড়াও যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব ও শিবম দুবেরও এবারের বিজয় হাজারেতে খেলার কথা। যদিও, এই তিন তারকা জানুয়ারি মাসে মাঠে নামবেন বলেই জানা গিয়েছে।

Advertisement

Advertisement