বিশ্বকাপ তিরন্দাজিতে ভারতের দুই প্রতিযোগী ঋষভ যাদব ও জ্যোতি সুরেখা ভেন্নাম বিশ্বরেকর্ড গড়ে সোনা জয়ের কৃতিত্ব দেখালেন। স্পেনের মাদ্রিদে এই প্রতিযোগিতায় মিক্সড টিম ইভেন্টে অংশগ্রহণ করেন এই দুই তিরন্দাজ। এখানে উল্লেখ করা যেতে পারে, মোট ৭০ বার ‘বুল্স আই’ মেরেছেন এই দুই তিরন্দাজ। এদিন মোট তাঁদের মিলিত পয়েন্ট ১৪৩১, যা একটি বিশ্বরেকর্ড। আগে এই রেকর্ড ছিল ডেনমার্কের জুটি তানজা গেলেনথিয়েন ও মাথিয়াস ফুলেরটনের দখলে। ২০২৩ সালের ইউরোপীয় গেমসে ১৪২৯ পয়েন্ট পেয়েছিলেন তাঁরা। বুধবার ভারতের এই জুটি ২ পয়েন্ট বেশি অর্জন করে সবাইকে ছাপিয়ে গেল।
মাদ্রিদে বিশ্বকাপে পুরুষদের কম্পাউন্ড বিভাগে যোগ্যতা অর্জনপর্বে ৭১৬ পয়েন্ট স্কোর করে শীর্ষস্থানে থেকেই পরবর্তী রাউন্ডে যান ঋষভ। ৭২ বারের মধ্যে ৬৮ বার ১০ পয়েন্ট স্কোর করেন ভারতীয় এই তিরন্দাজ। যার মধ্যে ৩৫ বার বুল্স আই মারেন তিনি। এটাই তাঁর কেরিয়ারে সবচেয়ে ভাল ফল। এ প্রসঙ্গে বলা যায়, চলতি বছর দুরন্ত ফর্মে রয়েছেন ঋষভ। মে মাসে সাংহাই লেগে দেশের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। অন্যদিকে, মহিলাদের কম্পাউন্ড বিভাগে যোগ্যতা অর্জন পর্বে জ্যোতি স্কোর করেছেন ৭১৫ পয়েন্ট। ঋষভের মতো তিনিও ৭২ বারের মধ্যে ৬৮ বার ১০ স্কোর করেছেন ও ৩৫ বার বুলস্ আই মেরেছেন।
Advertisement
স্বাভাবিক ভাবেই এই সাফল্যে দারুণভাবে খুশি ঋষভ। এই সাফল্যের পরেই তিনি বলেন, এবারে অলিম্পিক্স গেমসে মিক্সড টিম ইভেন্ট রয়েছে। তার আগে অবশ্যই এই সাফল্য আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। চলতি বছরের শুরুতেই গ্লোরিডিয়ায় সোনা জিতেছিলাম। কিন্তু তারপরে দুটো প্রতিযোগিতায় অংশ নেওয়া সম্ভব হয়ে ওঠেনি। এই প্রথম একসঙ্গে আমরা খেললাম। আমাদের দু’জনের পারফরম্যান্স বেশ ভালোই হয়েছে।
Advertisement
আবার জ্যোতি বলেছেন, ভালো পারফরম্যান্স করলেও কোথায় একটা সমস্যা তৈরি হয়েছিল। সেই সমস্যা কাটিয়ে উঠতে পেরেছি বলে ভালো লাগছে। ভালো খেলছি চলতি বছরে, এটাই বড় সান্ত্বনা। কিন্তু অনেক সময় মনে হয়, একটা সমস্যা থেকেই যাচ্ছে। কিন্তু এবারের বিশ্বকাপে সেটাকে টপকাতে পেরেছি, এটাই বড় সান্ত্বনা। হয়তো সেই কারণেই মানসিক দিক দিয়ে অনেকটাই এগিয়ে যেতে পেরেছি। আত্মবিশ্বাস আমাকে সাহস দিয়েছে। আশা করছি, আগামী দিনে আরও ভালো পারফরম্যান্স করতে পারব। সামনেই রয়েছে চিনে বিশ্ব তিরন্দাজি চ্যাম্পয়নশিপ। সেখানে ঋষভ ও জ্যোতি অংশগ্রহণ করার জন্য যোগ্যতা অর্জন করেছেন।
Advertisement



