• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আগামী বছর ভারতে আসছেন রশিদরা

ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে আগামী বছর আসছে আফগানিস্তান। মার্চ মাসে ভারতের মাটিতে তিন ম্যাচের একদিনের সিরিজ অংশ নেবেন।

রশিদ খান (Photo by Dibyangshu SARKAR / AFP)

ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে আগামী বছর আসছে আফগানিস্তান। মার্চ মাসে ভারতের মাটিতে তিন ম্যাচের একদিনের সিরিজ অংশ নেবেন। তবে এই সিরিজে ম্যাচগুলি আপাতত কোথায় অনুষ্ঠিত হবে তা ভারতীয় ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে এখনও জানানো হয়নি।

২০২২-২০২৩ সালের ক্রীড়াসূচি প্রকাশ করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আগামি বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। বাংলাদেশের মাটিতে আফগানরা তিনটি একদিনের ও দুটি টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে।

Advertisement

বাংলাদেশের মাটিতে সিরিজ শেষ হওয়ার পরই রাশিদ খানরা ভারতে চলে আসবে আরও একটি দ্বি-পাক্ষিক সিরিজে অংশগ্রহণ করার জন্য পাশাপাশি ভারত ও বাংলাদেশ ছাড়া আফগানিস্তান ক্রিকেট নেদারল্যান্ডস, জিম্বাবোয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের বিরুদ্ধেও সিরিজ খেলবে।

Advertisement

যদিও নেদারল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠেই আফগান খেলতে নামবেন ক্রিকেটাররা। এছাড়া উল্লেখযোগ্য ব্যাপারটা হল আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের আসরে খেলতে নামবে আফগানরা।

Advertisement