• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ভারত-পাক ম্যাচ দেখতে সাইফ-বোমান-রণবীর সংরা

বিশ্বকাপের আসরে ভারত-পাক মহারণ দেখতে উপস্থিত বলিউডের তারকা বােমান ইরানি, সঈফ আলি খান ও রণবীর সিং।

বিরাট কোহলির সাথে কথা বলছেন বিরাট কোহলি (Photo: Surjeet Yadav/IANS)

বিশ্বকাপের আসরে ভারত-পাক মহারণ দেখতে উপস্থিত বলিউডের তারকা বােমান ইরানি, সাইফ আলি খান ও রণবীর সিং। হাইভােল্টেজ ম্যাচের পারদ যে কতটা সেটা সকলেই আমরা দেখতে পেয়েছি সেটা আর আলাদা করে বলে দিতে হবে না। তাই তাে মাঠে দেখা গেল তারকার মেলা।

পাশাপাশি এদিন চারিদিকে দেখা গেল ভারতীয় পতাকা। চাপা পড়ে গেল পাকিস্তানের পতাকা। চারিদিকে শুধু ভারতীয় পতাকা দেখা যায়। ধারাভাষ্যকার রুমে উপস্থিত সৌরভ গাঙ্গুলি তাে বলেই ফেললেন ভারত এটা হােম ম্যাচ খেলছে নাকি অ্যাওয়ে ম্যাচ খেলছে সেটা দেখে বােঝাই যাচ্ছে না।

Advertisement

পাশাপাশি মাঠে উপস্থিত ছিলেন নীতা আম্বানিও। এছাড়া ইনিংসের বিরতির সময় যখন বৃষ্টি সময় খেলা বন্ধ হয়ে গিয়েছিল, তখন মাঠের ধারে এসে রণবীর সিংকে দেখা গেল মহম্মদ সামির সঙ্গে বেশ খানিকক্ষণ কথা বলতে।

Advertisement

Advertisement