কলকাতা ময়দানে শিল্পপতি রাহুল টোডির আলাদা একটা পরিচয় তৈরি হয়েছে। তিনি ফুটবলের স্বার্থে এগিয়ে আসতে চান, এমনই বার্তা দিয়েছেন। বাংলার ফুটবলের উন্নয়নের পাশে থেকে কাজ করার ইচ্ছাকেও প্রাধান্ন দিয়েছেন। সেই কারণেই কলকাতা ফুটবল লিগ থেকে শুরু করে আইএফএ শিল্ডে রাহুল টোডি এগিয়ে এসেছেন সহযোগিতার হাত বাড়িয়ে। এমনকি, আইএফএ’কে যেমন সহযোগিতা করছেন, তেমনই আবার ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে প্রথমে যুক্ত হয়েছিলেন সহসভাপতি হিসেবে। তারপরে মহমেডান স্পোর্টিংয়ের সঙ্গেও তিনি যুক্ত হন। এই মুহূর্তে রাহুল টোডির সংস্থা শ্রাচী গ্রুপ মহমেডানের বিনিয়োগকারী সংস্থা হিসেবে এগিয়ে এসেছে। হয়তো সেই কারণেই ইস্টবেঙ্গল ক্লাবের সহ-সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন রাহুল টোডি। একই সঙ্গে ইস্তফা দিয়েছেন অপর সহ-সভাপতি তমাল ঘোষও।
ইস্টবেঙ্গল ক্লাবে প্রথমে যোগ দিয়েছিল শ্রাচি গ্রুপ। তারা ক্রিকেটে বিনিয়োগ করেছিল। পরে যোগ দেয় ফুটবলেও। কিন্তু আই লিগ জিতে আইএসএলে ওঠার পর মহমেডানের বিনিয়োগকারী হয় শ্রাচি গ্রুপ। সেই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি এবং চেয়ারপার্সন তমাল ঘোষ। ইস্টবেঙ্গল বনাম মহমেডান ম্যাচ দেখতে গিয়েছিলেন রাহুল টোডি। শ্রাচি গ্রুপের দুই কর্তা বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, মহমেডানে তাঁদের দায়িত্ব বাড়ছে, তাই ইস্টবেঙ্গলের পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
মহমেডান ক্লাবের চেয়ারম্যান পদে রয়েছেন তিনি এবং ডিরেক্টর পদে রয়েছেন তমাল। সেই দায়িত্বই তাঁরা পালন করতে চান ভালোভাবে। ইস্টবেঙ্গলের দায়িত্ব ছাড়ার দিনে তাঁরা জানিয়েছেন, লাল-হলুদের দায়িত্বে থাকার সময় প্রচুর ভাল মুহূর্ত কাটিয়েছেন। আগামী দিনে ইস্টবেঙ্গলের উন্নতি কামনা করেছেন তাঁরা। শ্রাচি গ্রুপের এই দুই শীর্ষকর্তা ইস্টবেঙ্গল ক্লাবের থেকে সরে দাঁড়ালেও সম্পর্কে কোনওরকম চির ধরবে না।