• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

দ্বিতীয় টেস্টে ঋষভের খেলা নিয়ে প্রশ্ন থেকেই গেল

আগামী বৃহস্পতিবার থেকে এখানে শুরু হচ্ছে ভারত ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম টেস্টে হারের পর ঘুরে দাঁড়ানোর আসা রোহিতদের

অনুশীলনে ভারতীয় দল (Photo: Surjeet Yadav/IANS)

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে চাইছেন রোহিত
পুণে— আগামী বৃহস্পতিবার থেকে এখানে শুরু হচ্ছে ভারত ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচ। ভারত প্রথম টেস্ট ম্যাচে হারের পরে অধিনায়ক রোহিত শর্মা প্রকাশ্যে বলেছেন, আমরা ঘুরে দাঁড়াবই। প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল দারুণ খেলেছে। শুধু তাই নয়, তরুণ ক্রিকেটার সরফরাজ খান ১৫০ রান করেছেন। আর চোট নিয়েও ঋষভ পন্থ মাঠে নেমে ১ রানের জন্য শতরান থেকে বঞ্চিত হয়েছেন। পাশাপাশি, বলতে দ্বিধা নেই, বিরাট কোহলির ব্যাটও দারুণ কথা বলেছে। তাঁর ব্যাট থেকে এসেছে ৭০ রান। এমনকি বিরাটের আউট নিয়ে প্রশ্ন থেকে গিয়েছে। অধিনায়ক রোহিত শর্মা অর্ধশতরান উপহার দিয়েছেন। কিন্তু এই টেস্টে ভারতীয় দল প্রথম ইনিংসে মাত্র ৪৬ রান করে গুটিয়ে যায়। এত অল্প রান করায় বাড়তি সুযোগ পেয়ে যায় প্রতিপক্ষ নিউজিল্যান্ড দল। নিউজিল্যান্ডের দাপটে বোলাররাও সেইভাবে নিজেদের প্রকাশ করতে পারেননি। তাঁদের ইনিংস শেষ হয় ৪০২ রানে। এই বাড়তি সুযোগ পেয়ে যাওয়াতে নিউজিল্যান্ড জয়ের পথকে সুগম করে তোলে। শেষ পর্যন্ত ৮ উইকেটে জয় তুলে নিয়ে ভারতকে চ্যালেঞ্জের মুখে রেখে দিয়েছে। কিন্তু পুনের দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দল সহজে তা ছেড়ে দেবে না। চাপের মধ্যে রেখে নিউজিল্যান্ডকে গুটিয়ে দিতে চেষ্টা করবে ভারতীয় দল। ভারতীয় দলে হয়তো দু-একটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উইকেট রক্ষক ঋষভ পন্থ এখনও চোটের কারণে সেইভাবে অনুশীলনে নামতে পারেননি। তাঁর হাঁটু ফোলা রয়েছে। দৌড়তে অসুবিধা হচ্ছে। তবুও ঋষভ নিজে আশাবাদী, আগামী বৃহস্পতিবারের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন। যদি ঋষভ পন্থ দলে না থাকেন, তাহলে দ্বিতীয় উইকেটরক্ষক ধ্রুব জুরেলের খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে। এটা ঠিক, সরফরাজ খান ১৫০ রান করায় তাঁকে বাদ দেওয়ার ক্ষেত্রে কিছুটা অসুবিধা হচ্ছে। কিন্তু ভারতীয় দলে তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে শুভমন গিলের প্রয়োজন রয়েছে। গত ম্যাচে চোটের কারণে তাঁকে দলে রাখা হয়নি। যদি দেখা যায় শুভমন গিলের নেটে অসুবিধা হচ্ছে না অনুশীলনের সময়, তাহলে প্রথম একাদশে তিনি জায়গা পেয়ে যেতে পারেন। তখন প্রশ্ন উঠবে, ১৫০ রান করেও কি সরফরাজকে বাদের তালিকায় চলে যেতে হবে? তবে বোলারদের নিয়ে ভারতীয় দলে খুব একটা সমস্যা হবে না। হয়তো স্পিনারের সংখ্যা বাড়ানো হতে পারে। প্রথম টেস্টে রোহিত শর্মা যে ভুলটা করেছিলেন, তা দ্বিতীয় টেস্টে সেই ভুলে পা রাখবেন না বলে বিশ্বাস।
দ্বিতীয় টেস্টেও পুনের মাঠে নিউজিল্যান্ড দলের প্রাক্তন অধিনায়ক কেনস উইলিয়াসনকে খেলতে দেখা যাবে না। তিনি এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। তাঁর কুচকিতে এখনও টান রয়েছে। তাঁর রিহ্যাব চলছে। এখানে উল্লেখ করা যেতে পারে, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন উইলিয়ামসন। তারপর তিনি দেশে ফিরে গিয়েছিলেন। এখনও দেশেই রয়েছেন। তবে কোচ গ্যারি স্টিভ মনে করেন, উইলিয়ামসনকে দলে অত্যন্ত প্রয়োজন। কিন্তু চোট নিয়ে কাউকে খেলানো উচিত নয়। তাই তাঁর উপরে নজর রাখা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি সুস্থ না হচ্ছেন, ততদিন দলে রাখার কোনও কথাই উঠতে পারে না। যদি দেখা যায় দ্বিতীয় টেস্টের আগে উইলিয়ামসন পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন, তাহলে তখন তাঁর কথা ভাবা হবে। তাড়াহুড়ো করে কাউকে দলে রাখার পক্ষপাতী নন কোচ। নিউজিল্যান্ডও চাইবে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজটা নিজেদের হাতে তুলে নিতে। আবার ভারতীয় দলও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এই টেস্ট জিততে পারে, তাহলে খেলায় সমতা ফিরে আসবে। সেই লক্ষ্যেই রোহিত শর্মা ব্রিগেড লড়াইয়ের জন্য প্রস্তুত।

Advertisement

Advertisement