• facebook
  • twitter
Monday, 28 April, 2025

পিয়ারলেস ইয়ুথ ডেভেলপমেন্টাল দলের প্রস্তুতি শুরু হয়ে গেল

আইএফএ-র সভাপতি অজিত ব্যানার্জি এই কর্মকাণ্ডকে প্রশংসা করে বলেন, ‘বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে অনেক প্রতিভাবান ফুটবলার।

নিজস্ব চিত্র

অঙ্কুরহাটি স্টেডিয়ামে এবারে শুরু হয়ে গেল পিয়ারলেস ইয়ুথ ডেভেলপমেন্টাল দলের প্রস্তুতি। কলকাতা ফুটবল লিগের সাপ্লাই লাইন হিসেবে এই দলটি তৈরি করার প্রয়াস নিয়েছে পিয়ারলেস স্পোর্টস ক্লাব। পাশাপাশি তাদের পাখির চোখ রিলায়েন্স ডেভেলপমেন্টাল লিগ খেলায়। আগামী দিনে এই ক্লাবটি বিভিন্ন বয়স ভিত্তিক দল গঠনের পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যেই পিয়ারলেস দলের টেকনিক্যাল ডিরেক্টর হয়েছেন জামশেদ নাসিরি এবং প্রধান কোচ হিসেবে মনোনয়ন করা হয়েছে প্রাক্তন ফুটবলার হীরালাল দাসকে।

সম্প্রতি অঙ্কুরহাটির পি এ জি স্পোটিং ক্লাবে এই ডেভেলপমেন্টাল দলের সূচনা হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ভাস্কর গাঙ্গুলি, মিহির বসু, হেমন্ত ডোরা, বিজন চক্রবর্তী, অমিত সিংহ রায় সহ ও অন্য প্রাক্তন ফুটবলাররা। ছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যকরী সভাপতি মহম্মদ কামারউদ্দিন। তিন বলেন, ‘কলকাতা ময়দানে পিয়ারলেস স্পোর্টস ক্লাবের সুনাম রয়েছে। এমনকি কলকাতা ফুটবল লিগে চ্যাম্পিয়নও হয়েছিল। আশা করি এই শিবির একদিন আবাসিক আ্যকাডেমিতে পরিণত হবে।’

কিক অফ করে এই শিবিরের সূচনা করেন পিয়ারলেস জেনারেল ফিন্যান্স আ্যন্ড ইনভেসমেন্ট কোম্পানি প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর সুপ্রিয় সিনহা। আইএফএ-র সভাপতি অজিত ব্যানার্জি এই কর্মকাণ্ডকে প্রশংসা করে বলেন, ‘বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে অনেক প্রতিভাবান ফুটবলার। সেই প্রতিভাদের ঠিকমতো যত্ন নেওয়া হচ্ছে না। পিয়ারলেস ক্লাবের নির্বাচকরা তাদের বাছাই করে দলে নিয়ে আসুন। তারপরে তাদের প্রশিক্ষণ দিয়ে আলোকিত করুন’। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিয়ারলেস জেনারেল ফিনান্স ও ইনভেস্টমেন্ট কোম্পানির ডিরেক্টর এ কে মুখোটি এবং ক্লাবের সভাপতি শুভাশিস দে, মনতাজ আলি মোল্লা, তারিক আহমেদ অশোক দাশগুপ্ত।