বড়দের বিশ্বকাপের আগেই ছোটরা খেতাব জিতে নিল। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল খেতাব জিতে নিল পর্তুগাল। বৃহস্পতিবার রাতে ফাইনালে আল রায়য়ানের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারাল রোনাল্ডোর দেশের ছোটরা। পুরো টুর্নামেন্ট জুড়েই দুরন্ত ছন্দে ছিল পর্তুগাল। এই প্রসঙ্গে বলা যায়, ২০০৩ সালের পর এই প্রথম অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল তারা। এদিকে, চলতি বছরেই অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছে পর্তুগাল। আর তারপর থেকেই দুরন্ত খেলা উপহার দিয়ে চলেছেন রোমারিও কুনহারা। বিশ্বকাপের প্রথম ম্যাচে নর্থ ক্যালিডোনিয়াকে ৬-১ গোলে কার্যত উড়িয়ে নিজেদের যাত্রা শুরু করেছিল তারা। যদিও, গ্রুপের শেষ ম্যাচে এসে জাপানের কাছে ১-২ হেরে যায় রাফায়েল কুইনটাসরা। তবে, নকআউট পর্ব থেকে ফের একবার নিজেদের পুরানো ছন্দ ফিরে পায় পর্তুগাল। যদিও, সেমিফাইনালের লড়াইয়ে ব্রাজিলের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হয় বের্নার্ডো লিমা-রোমারিও কুনহাদের। শেষপর্যন্ত, পেনাল্টি শ্যুটআউটে ৬-৫ গোলে জিতে ফাইনালের ছাড়পত্র আদায় করে নেয় তারা।
এদিন ফাইনালে শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ছিল পর্তুগাল। খেলার ৩২ মিনিটে আনিসিও ক্যাব্রালের করা একমাত্র গোলে প্রথমবারের জন্য বিশ্বকাপ জয়ের স্বাদ পেল তারা। দুয়ার্তে কুনের কাট-ব্যাক থেকে সহজেই গোল করে যান তিনি।
Advertisement
টুর্নামেন্টের শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন বেনফিকার এই ফরোয়ার্ড। পুরো টুর্নামেন্ট জুড়ে সাতটি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। পাশাপাশি, সোনার বল জিতেছেন পর্তুগিজ মিডফিল্ডার মাতেউস মিড। এরপর পুরো ম্যাচ জুড়ে দুই দল একাধিক গোলের সুযোগ পেলেও তা থেকে খেলার ফলাফলে আর কোনও পরিবর্তন আসেনি।
Advertisement
শেষ পর্যন্ত ওই ১-০ গোলে জিতে বিশ্বকাপ খেতাব ঘরে তুললো পর্তুগাল। দেশের এই সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছসিত রোনাল্ডো। নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে বিশ্বজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। অন্যদিকে, ইতালিকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করেছে ব্রাজিল।
Advertisement



