বিতর্ক যেন বেড়েই চলেছে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনে। সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওয় দেখা যায় যে পাকিস্তানের ৫৬১ কোটির গাদ্দাফি স্টেডিয়ামের ছাদ ফুঁড়ে অঝোর ধারায় জল পড়ছে। টুর্নামেন্ট প্রায় শেষ হতে চললো, হাতে রয়েছে আর মাত্র ৩টি ম্যাচ। দুটো সেমিফাইনাল এবং ফাইনাল।
বুধবারেই এই স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালের খেলা দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের। তারই আগে ছাদ ফুঁড়ে অঝোর জল ঝরে পড়ার দৃশ্য দেখা গেলো। সোশ্যাল মিডিয়াতে এক ভাইরাল ভিডিওতে দেখা যায় যে গাদ্দাফি স্টেডিয়ামের ছাদ ফুটো, এবং সেখান থেকে জল পরে স্টেডিয়ামের একটি বড় অংশ ভেসে যাচ্ছে। এই স্টেডিয়ামটি তৈরি করতে অনুমানিক ৫৬১ কোটি টাকা ব্যয় হয়েছে। কিন্তু তাতেও মাঠের এই দুর্দশার ছবি ঢাকা যাচ্ছে না। বৃষ্টির সময় শুধু পিচটুকুই ঢাকা থাকছে, গোটা মাঠ কিন্তু ঢাকা থাকছে না, যার ফলে বৃষ্টি থামলেও খেলা শুরু করা যাচ্ছে না। এবার দ্বিতীয় সেমিফাইনালের ঠিক আগেই ভয়ানক এই অবস্থা প্রকাশ্যে এসেছে।