• facebook
  • twitter
Wednesday, 24 December, 2025

অবসর নিলেন পারভেজ রসুল

আমি টেস্টও খেলতে চেয়েছিলাম। ভারতের হয়ে আরও বেশি ম্যাচ না খেলার আক্ষেপ থাকবে। এবার কোচিংয়ে মনোযোগ দিতে চাই।

প্রতিনিধিত্বমূলক চিত্র

২০১৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডেতে অভিষেক হয় পারভেজ রসুলের। ওই ম্যাচে ২টি উইকেট পান। তারপর ২০১৭ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হয়। কিন্তু এই দুটি ম্যাচ ছাড়া ভারতের হয়ে আর খেলেননি। অবসর প্রসঙ্গে পারভেজ বলেন, “ভারতের হয়ে খেলা আমার জীবনে সবচেয়ে গর্বের মুহূর্ত। জম্মু ও কাশ্মীর ক্রিকেটের জন্য অতো জনপ্রিয় নয়, সেই অঞ্চল ক্রিকেট খেলা গর্বের। আমি টেস্টও খেলতে চেয়েছিলাম। ভারতের হয়ে আরও বেশি ম্যাচ না খেলার আক্ষেপ থাকবে। এবার কোচিংয়ে মনোযোগ দিতে চাই।” জম্মু ও কাশ্মীরের হয়ে ৯৫ ম্যাচে ৩৫২ উইকেট তুলেছেন ও ৫৬৪৮ রান করেছেন পারভেজ।

৩৬ বছর বয়সি অলরাউন্ডার ক্রিকেট থেকে অবসর নিলেন পারভেজ রসুল। প্রথম জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার হিসেবে ভারতীয় দলের জার্সিতে খেলেছিলেন পারভেজ। ২০১৪ সালে ভারতের হয়ে অভিষেক হয়। আইপিএলেও খেলেছেন। অবশেষে ১৭ বছরের কেরিয়ারকে বিদায় জানালেন জম্মু ও কাশ্মীরের অলরাউন্ডার।

Advertisement

Advertisement

Advertisement