এশিয়া কাপ ক্রিকেটে সুপার ফোরে আবার মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। অর্থাৎ এই মহারণে দুই দলের কাছেই অত্যন্ত মর্যাদার লড়াই বলে চিহ্নিত করা হয়েছে। ভারতীয় দল সতর্ক আবার পাকিস্তানও চেষ্টা করবে প্রতিপক্ষকে কীভাবে চাপে রাখা যায়। তার আগেই অধিনায়ক সূর্যকুমার ব্রিগেড শুক্রবার নিয়মরক্ষা ম্যাচে নিজেদের ঝালিয়ে নিয়েছে ওমানের বিরুদ্ধে। অন্যদিকে শ্রীলঙ্কার জয়ে এশিয়া কাপ ফোরে চতুর্থ দল হিসেবে জায়গা পেয়ে গেল বাংলাদেশ। সেই কারণে ছিটকে গিয়েছে রশিদ খানের আফগানিস্তান গ্রুপ ‘এ’ থেকে। অনেকেই ভেবেছিলেন, আফগানিস্তান যদি সুপার ফোরে খেলার ছাড়পত্র পেয়ে যায়, তাহলে লড়াইটা আবার অন্যরকম হবে। কিন্তু সেই ভাবনা সার্থক রূপ পেল না। গত বৃহস্পতিবার আফগানিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচটি শেষ হওয়ার পরেই চূড়ান্ত হয়ে যায় কোন কোন দল সুপার ফোরে খেলবে।
এদিকে সুপার ফোরে ওঠা প্রতিটি দল বাকি তিনটি দলের সঙ্গে খেলবে। অর্থাৎ, প্রতিটি দলকে খেলতে হবে তিনটি করে ম্যাচ। সুপার ফোর পর্বের ম্যাচগুলি হবে ২০ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।
Advertisement
প্রথম দিন, অর্থাৎ ২০ সেপ্টেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। ২১ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ। ২২ সেপ্টেম্বর কোনও খেলা নেই। ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। ২৪ সেপ্টেম্বর ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের খেলা পাকিস্তানের সঙ্গে। পর পর দু’দিন ম্যাচ খেলতে হবে লিটন দাসের দলকে। সুপার ফোর পর্বের শেষ ম্যাচ ২৬ সেপ্টেম্বর। সে দিন ভারত-শ্রীলঙ্কা লড়াই। সুপার ফোর পর্বের সেরা দুই দল ফাইনালে উঠবে। ২৮ সেপ্টেম্বর, দুবাইয়ে এশিয়া কাপের ফাইনাল। ভারত এবং পাকিস্তান দু’দলই ফাইনালে পৌঁছোলে এশিয়া কাপে তিন বার সূর্যকুমার যাদবেরা মুখোমুখি হবেন সলমন
আলি আঘাদের।
Advertisement
Advertisement



