• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আশবাদী সামি

আসন্ন আইপিএলে নিজের সেরা খেলাটা মেলে ধরার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন মহম্মদ সামি, চোট সারিয়ে কামব্যাক করার জন্য তিনি প্রস্তুত।

মহম্মদ সামি (Photo Surjeet YadavIANS)

আসন্ন আইপিএল প্রতিযােগিতায় নিজের সেরা খেলাটা মেলে ধরার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন মহম্মদ সামি, চোট সারিয়ে কামব্যাক করার জন্য তিনি প্রস্তুত। তবে সামির গলায় এবার খানিকটা অন্য সুর।

ভারতীয় তরুণ ক্রিকেটারদের নিয়ে সামি আশাবাদী। তিনি বলেন, ‘তরুণ ক্রিকেটাররা পুরােপুরি প্রস্তুত হয়ে গিয়েছে আমাদের টেক্কা দেওয়ার জন্য। এখন শুধু আমাদের অবসর ঘােষণার অপেক্ষায় রয়েছে ওরা।

Advertisement

আমার দিক দিয়ে আমি তাে বলব এটা একটা ভালাে দিক। যে আমাদের পর দলের দায়িত্ব এসব তারকা ক্রিকেটারদের হাতে চলে যাবে। আর এইসব তরুণ ক্রিকেটাররা যত বেশি ক্রিকেট খেলবে ততবেশি অভিজ্ঞতা সঞ্চয় করে আরাে ভালাে পারফরমেন্স করে দেখাবে।

Advertisement

যদি একজন বড় ক্রিকেটার অবসর ঘােষণা করে, সঙ্গে সঙ্গে আমাদের দলের রিজার্ভ বেঞ্চ তৈরি রয়েছে, সেখান থেকে একজন তারকা ক্রিকেটারকে তুলে নিতে পারবে। এবং তাকে খেলার জন্য সুযােগ করে দেবে বিনা ভাবনায়।

Advertisement