• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

সুযােগ নষ্ট পিএসজির

ঘরের মাঠে একের পর এক হারের ধাক্কা বয়ে যেতে হচ্ছে প্যারিস সেন্ট জারমেনকে। এবারে পরাজিত হতে হল ন্যানটিসের কাছে। ঘরের মাঠে পিএসজি জয়ের লক্ষ্য নিয়ে।

প্রতিনিধিত্বমূলক চিত্র (Photo: iStock)

ঘরের মাঠে একের পর এক হারের ধাক্কা বয়ে যেতে হচ্ছে প্যারিস সেন্ট জারমেনকে। এবারে পরাজিত হতে হল ন্যানটিসের কাছে। ঘরের মাঠে পিএসজি জয়ের লক্ষ্য নিয়ে নেমেছিল।

পাশাপাশি পয়েন্ট টেবলে শীর্ষস্থানে উঠে আসার একটা ভালাে সুযােগ ছিল তাদের কাছে। কিন্তু তারা সেটা পুরােপুরি হাতছাড়া করল। ন্যানটিসের কাছে (২-১) গােলে পরাজিত হতে পিএসজিকে।

Advertisement

এই হারের ফলে দ্বিতীয় স্থানে রইল পিএসজি। বলে রাখা ভালাে, নয় বছরের মধ্যে এই প্রথমবার ঘরের মাঠে পর পর দু’ম্যাচে পরাজিত হতে হল প্যারিস সেন্ট জারমেনকে।

Advertisement

Advertisement