অলিম্পিক ভবানীদেবী

এই প্রথম ভারতীয় প্রতিনিধি অলিম্পিকে ফেন্সিং ইভেন্টে অংশ নিতে চলেছেন। তামিলনাড়ুর মেয়ে সিএ ভবানীদেবীর হাত ধরেই অলিম্পিকে ভারত ইতিহাস রচনা করতে চলেছেন।

Written by SNS Chennai | March 16, 2021 6:50 pm

টোকিও অলিম্পিক ২০২০ লোগো (File Photo: IANS)

এই প্রথম ভারতীয় প্রতিনিধি অলিম্পিকে ফেন্সিং ইভেন্টে অংশ নিতে চলেছেন। তামিলনাড়ুর মেয়ে সিএ ভবানীদেবীর হাত ধরেই অলিম্পিকে ভারত ইতিহাস রচনা করতে চলেছেন। অতীতে ভারতে এই প্রতিনিধি হাঙ্গেরীর বুদাপেস্টকে বিশ্বকাপ ফেন্সিং প্রতিযােগিতায় সেরা খেতাব তুলে নিয়ে সবার নজর কেড়েছিলেন।

তামিলনাড়ুর এই ২৭ বছর বয়সী অ্যাথলিট ভবানীদেবী বিশ্বকাপের অংশ নেবার পর থেকেই চেষ্টা করছিলেন অলিম্পিকে কিভাবে নিজের নাম লেখা যায় সেই কারণেই অনুশীলনের মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করছিলেন। বিশ্বকাপে শেষ চারে পৌছানাের পরে তার ছাড়পত্র তৈরি হয়ে যায় আগামী টোকিও অলিম্পিকে অংশ নেবার জন্যে।