• facebook
  • twitter
Tuesday, 23 December, 2025

অলিম্পিক ক্রিকেটের ক্রীড়াসূচি ঘোষিত

অধিকাংশ দিনই দু'টি করে ম্যাচ রাখা হয়েছে। জানা গেছে, প্রতিটি ম্যাচেই অনুষ্ঠিত হবে পোমোনার একটি অস্থায়ী মাঠে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আগামী ২০২৮ অলিম্পিকে দীর্ঘ ১২৮ বছর পর ফিরতে চলেছে ক্রিকেট। লস অ্যাঞ্জেলস অলিম্পিকে যে পাঁচটি নতুন ইভেন্ট সংযোজন করা হয়েছে তার মধ্যে অন্যতম হল ক্রিকেট। মূলত, টি-২০ ফরম্যাটেই আয়োজিত হবে পুরুষ ও মহিলাদের এই ম্যাচগুলি। দীর্ঘ ১৭ দিন চলবে সেই প্রতিযোগিতা। আর এবার সেই প্রতিযোগিতার ক্রীড়াসূচিই প্রকাশ করা হলো অলিম্পিক কমিটির পক্ষ থেকে। সেই সূচি অনুযায়ী, ২০২৮ সালের ১২ জুলাই থেকে শুরু হবে ক্রিকেট প্রতিযোগিতা। অধিকাংশ দিনই দু’টি করে ম্যাচ রাখা হয়েছে। জানা গেছে, প্রতিটি ম্যাচেই অনুষ্ঠিত হবে পোমোনার একটি অস্থায়ী মাঠে। প্রাথমিকভাবে স্থির হয়েছে ম্যাচগুলি শুরু হবে স্থানীয় সময় সকাল ন’টা এবং সন্ধে সাড়ে ছ’টা থেকে।

এদিকে, অলিম্পিক কমিটির পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট হবে ৬ দলের। অর্থাৎ, ৬ মহিলা দল ও ৬ পুরুষ দল সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সেখানে আয়োজক দেশ হিসেবে সরাসরি খেলার ছাড়পত্র পাওয়ার কথা আমেরিকার। আর বাকি ৫ দল কীভাবে যোগ্যতা অর্জন করবে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও নির্দেশ দেওয়া হয়নি কমিটির পক্ষ থেকে । পাশাপাশি, জানানো হয়েছে, প্রতিটি দলে মোট ১৫ জন করে খেলোয়াড় থাকবে। অর্থাৎ, ২০২৮ অলিম্পিকে প্রতিযোগিতায় মোট ৯০ জন পুরুষ ও ৯০ জন মহিলা ক্রিকেটার অংশ
নিতে পারবেন।

Advertisement

Advertisement

Advertisement