মিডিয়াম পেসার নয়, আমি ফাস্ট বােলার : রাসেল

পাকিস্তানের বিরুদ্ধে সাত উইকেটে অসাধারণ জয় তুলে নিয়ে এবারের বিশ্বকাপের যাত্রা শুরু করেছে ক্যারিবিয়ান ক্রিকেটাররা।

Written by SNS Nottingham | June 3, 2019 3:51 pm

আন্দ্রে রাসেল (File Photo: AFP)

পাকিস্তানের বিরুদ্ধে সাত উইকেটে অসাধারণ জয় তুলে নিয়ে এবারের বিশ্বকাপের যাত্রা শুরু করেছে ক্যারিবিয়ান ক্রিকেটাররা। শুধু জয়টা নয়, পাক দলকে পুরাে ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল ক্যারিবিয়ান দল এবং পাকিস্তানের মতন দলকে ১০৫ রানে আটকে দিয়েছিল। সহজ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দল সহজেই ম্যাচে জয়লাভ করে। এবং রানরেট ভালাে রেখে পয়েন্ট টেবলে নিজেদের অবস্থান আপাতত এক নম্বরে রেখেছে।

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ দল তাদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখােমুখি হবে। গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলতে নামার আগে কিছুটা চাপের মধ্যে রয়েছেন ক্যারিবিয়ান শিবির। কারণ কাঁধের চোটের জন্য আগে থেকেই ভুগছিলেন অ্যান্দ্রে রাসেল। সেখান থেকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে বােলিং করেছিলেন এবং উইকেটও তুলেছিলেন। কিন্তু বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করতে গিয়ে পুনরায় কাধে চোট লেগেছিল রাসেলের। সেই চোট নিয়ে কিছুটা চিন্তার মধ্যে রয়েছেন তিনি।

তবে, রাসেলের বিশ্বাস দ্বিতীয় ম্যাচ শুরু হতে এখনও তিনদিন বাকি। তার আগে তিনি পুরােপুরি সুস্থ হয়ে উঠবেন বলেই আশা করছেন প্রত্যেকে। রাসেল নিজেও আশা করছেন তিনি পুরােপুরি ফিট হয়ে যাবেন।

রবিবার সাংবাদিকদের মুখােমুখি হয়ে আন্দ্রে রাসেল জানান, ‘আমি কয়েক মাস আগে থেকেই আমার কাধের চোট নিয়ে ভুগছিলাম। চোট আমার পুরানাে। তবে, আমি এই চোট নিয়ে পুরােপুরি চিন্তিত নই। কারণ হাতে এখনাে সময় রয়েছে তিনদিন সেখানে আমি আশা করছি পুরােপুরি ফিট হয়ে উঠব। এবং দ্বিতীয় ম্যাচেও খেলতে নামব। আমি ফিজিওর সঙ্গে কথাবার্তা বলছি এই চোট নিয়ে তিনিও চিন্তিত। যত তাড়াতাড়ি এর শুশ্রুষা করা যায় তারই চেষ্টা করব।’

এছাড়া নিজের বােলিং নিয়ে বলতে গিয়ে রাসেল বলেন, ‘দেখুন আমি নিজেকে কখনােই একজন মিডিয়াম পেসার মনে করি না। আমি একজন পেস বােলার। আর হ্যা, আমি প্র্যাকটিসের সময় যেমন ব্যাটিংয়ের দিকে নজর দিই, ঠিক একইরকম ভাবে জোর দিই নিজের বােলিংয়ের দিকেও। তাই আমার পরিকল্পনাটা পুরােপুরি আলাদা। সেই অর্থে নিজের পরিকল্পনা অনুযায়ী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিলাম। আর আগামি ম্যাচগুলােতেও সেই পরিকল্পনা নিয়েই মাঠে নামব।’

তিনি আরও বলেন ‘আমার লক্ষ্যটা হচ্ছে নিজের বােলিং পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রেখে লাইন ও লেন্থে বােলিং করে দেখাব। দেশের মানুষের কাছে অনেক প্রত্যাশা রয়েছে আমাদের ওপর, সেই প্রত্যাশাটা তাদের পূরণ করাটাই আমাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটায় কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হবে, কিন্তু আমাদের দলের ক্রিকেটাররা পুরােপুরি প্রস্তুত রয়েছে এই কঠিন চ্যালেঞ্জটা গ্রহণ করে নিজেদের সেরা খেলাটা মেলে ধরে জয়ের ধারা বজায় রাখতে।’