এশিয়া কাপের যোগ্যতা অর্জনপর্বে বাংলাদেশ ম্যাচের জন্য বুধবার ২৩ জন ফুটবলারের সম্ভাব্য একটি দল ঘোষণা করলেন ভারতীয় দলের কোচ খালিদ জামিল। সেখান থেকেই চূড়ান্ত দল বেছে নেবেন তিনি। আগামী ১৮ নভেম্বর অ্যাওয়ে ম্যাচে ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে গুরপ্রীত সিং, আনোয়ার আলী’রা। ঢাকা যাওয়ার আগে এই ম্যাচের জন্য বেঙ্গালুরুতে দিন দশেকের প্রস্তুতি শিবির করবে ভারতীয় দল। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে, সেই প্রস্তুতি শিবির। এখানে শিবির শেষ করে আগামী ১৫ নভেম্বর ঢাকা যাবে তারা।
এদিকে, খালিদের ঘোষিত এই দলে ডাক পাননি মোহনবাগান সুপার জায়েন্টের কোনও খেলোয়াড়। মূলত একঝাঁক নতুন খেলোয়াড়কে বাংলাদেশ ম্যাচে দেখে নিতে চাইছেন কোচ খালিদ। অন্যদিকে, ইস্টবেঙ্গল থেকে দু’জন খেলোয়াড় এই দলে সুযোগ পেয়েছেন। মূলত, আইএফএ শিল্ড ও সুপার কাপে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে লাল-হলুদ ব্রিগেডের নাওরেম মহেশ এবং আনোয়ার আলী ডাক পেয়েছেন ভারতীয় দলে।
Advertisement
এদিকে, সম্ভাব্য এই খেলোয়াড়দের মধ্যে মহম্মদ সানানকে চলতি সপ্তাহের শুরুতেই অনূর্ধ্ব ২৩ দলে ডাকা হয়েছিল। তবে, সিনিয়র দলে তিনি সুযোগ পাওয়ায় আপাতত তাঁকে সেখানেই যোগ দিতে বলা হয়েছে। সম্ভাব্য দলে সেই অর্থে কোনও তরুণ প্রতিভাকে জায়গা দেওয়া হয়নি। একমাত্র মহম্মদ সানান রয়েছেন। কিন্তু কোচ খালিদ জামিল দায়িত্ব নিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন আগামী দিনের কথা ভেবে তরুণ ফুটবলারদেরই বড় জায়গা দেওয়া হবে। কিন্তু সেই ভাবনাতে কোনও চমক থাকল না।
Advertisement
ভারতীয় দল : গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, হৃতিক তিওয়ারি ও সাহিল। ডিফেন্ডার: আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হামিংথানমাউইয়া রাল্টে, মহম্মদ উভাইস, প্রমবীর, রাহুল ভেকে ও সন্দেশ ঝিংগান। মিডফিল্ডার: আশিক কুরুনিয়ান, ব্রিসন ফার্নান্ডেজ, লালরেমটলুয়াঙ্গা ফানাই, ম্যাকার্টন লুই নিকসন, মহেশ সিং নওরেম, নিখিল প্রভু ও সুরেশ সিং ওয়াংজাম।
ফরোয়ার্ড: ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, মহম্মদ সানান, রহিম আলি ও বিক্রম
প্রতাপ সিং।
Advertisement



