আইএসএল ফুটবল হবে কিনা এই নিয়ে এখনও দ্বিধায় রয়েছেন একাধিক ক্লাবের কর্মকর্তারা। মঙ্গলবার সারাভারত ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল আলোচনার জন্য। কিন্তু সেই আলোচনা চক্রে কোনও সুরাহা উঠে এলো না। এমনকি এই বৈঠকে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টসের কোনও কর্মকর্তা হাজির ছিলেন না। এক কথায় বলা যায় এই আলোচনায় কোনও মূল্যায়ণ হল না আইএসএল ফুটবল নিয়ে। জানা গেছে একাধিক ক্লাবের কর্মকর্তারা বলেছিলেন স্বশরীরের থাকা সম্ভব নয়।
অনলাইনে আলোচন করা হোক। কিন্তু ফেডারেশন এই ব্যবস্থা সময় মতো করতে পারেনি। একাধিক ক্লাবের কর্মকর্তারা সভায় না এলেও প্রাথমিক পর্যায়ে কিছু কথাবার্তা হয়। জানা গেছে, সরকারিভাবে কোনও সংস্থা আইএসএল ফুটবলের শর্ত কিনতে টেন্ডার দেয়নি। সেটা সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতকে। আগামী বৃহস্পতিবার এর শুনানি হওয়ার কথা রয়েছে।
Advertisement
শুনানির পরেই আইএসএল ফুটবলের ভবিষ্যৎ কি হবে তা জানা যাবে। তবে আইলিগ নিয়ে প্রশ্ন উঠতেই কিছু প্রতিনিধি জানান ফেডারেশন যদি নিজে থেকে এই লিগ চালু করতে চায় তা করুক। প্রয়োজনে ক্লাবগুলি টাকা তুলে দিতে পারে ফেডারেশনকে। তবে সভাপতি কল্যাণ চৌবে বলেছেন সব ব্যাপারটা এখন আদালতের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে।
Advertisement
Advertisement



