• facebook
  • twitter
Monday, 16 June, 2025

নীরজ চোপড়াকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

নীরজ চোপড়া অতীতে ব্যক্তিগত সেরা ও জাতীয় রেকর্ড ৮৯.৯৪ মিটারকে টপকে গিয়েছেন। যা তিনি ২০২২ সালের স্টকহোম ডায়মন্ড লিগে করেছিলেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

অলিম্পিক্স গেমসে সোনা জয়ী নীরজ চোপড়া দোহা ডায়মন্ড লিগ ২০২৫-এ একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছেন। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ৯০.২৩ মিটার জ্যাভেলিন ছুঁড়ে ৯০ মিটার অতিক্রম করা প্রথম ভারতীয় অ্যাথলিট হয়েছেন। যদিও এটি তার ব্যক্তিগত সেরা পারফরম্যান্স ছিল। তবুও তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন। জার্মানির জুলিয়ান ওয়েবার ৯১.০৬ মিটার ছুঁড়ে প্রথম স্থান অধিকার করেন।

নীরজ চোপড়া অতীতে ব্যক্তিগত সেরা ও জাতীয় রেকর্ড ৮৯.৯৪ মিটারকে টপকে গিয়েছেন। যা তিনি ২০২২ সালের স্টকহোম ডায়মন্ড লিগে করেছিলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরোজের এই কৃতিত্বে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘এক অসাধারণ কৃতিত্ব! দোহা ডায়মন্ড লিগ ২০২৫-এ ৯০ মিটার ছুঁয়ে নিজের ব্যক্তিগত সেরা থ্রো করার জন্য নীরজ চোপড়াকে অভিনন্দন। এটি তার নিরলস পরিশ্রম, শৃঙ্খলা ও উৎসাহের ফল। ভারত গর্বিত ও আনন্দিত।’ কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানও প্রশংসা করে লেখেন, ‘ভারতের স্বর্ণপদকজয়ী তারকা নীরজ চোপড়া দোহা ডায়মন্ড লিগ ২০২৫-এ ৯০ মিটার ছুঁড়ে ইতিহাস সৃষ্টি করেছেন। এটি শুধু তার ব্যক্তিগত কেরিয়ারের এক নজিরবিহীন সাফল্য নয়, দেশের জন্য গর্বের মুহূর্ত। ‘গোল্ডেন বয়’ নীরজ চোপড়াকে।

প্রতিযোগিতা শেষে নীরজ চোপড়া তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘ফলাফলটা কিছুটা মিশ্র অনুভূতির। আমি ৯০ মিটার ছুঁয়ে খুব খুশি, কিন্তু দ্বিতীয় হওয়া একটু কষ্টের। ঠিক এমনটাই টার্কু ও স্টকহোমে হয়েছিল। আমি ৮৯.৯৪ ছুঁড়েছিলাম, কিন্তু সেখানেও দ্বিতীয় হয়েছিলাম। তাই হলো। আমি জাতীয় রেকর্ড ভাঙলাম, তবুও দ্বিতীয় হলাম। তবে জুলিয়ান ওয়েবারের জন্য আমি খুশি। ও ৯১ ছুঁড়েছে। আমরা দু’জনেই প্রথমবার ৯০ মিটার অতিক্রম করলাম। আমরা বহু বছর ধরে চেষ্টা করছিলাম, অবশেষে সফল হলাম।’