আসন্ন আইপিএলে খেলতে নামার আগে মঙ্গলবার পাঞ্জাব কিংসের নতুন জার্সি উন্মােচন হল। লালের মধ্যে সােনালি ডােরা কাটা থাকবে জার্সিতে। নেটমাধ্যমে নতুন জার্সি প্রকাশ্যে আনা হয়।
পাশাপাশি বলে রাখা ভালাে হেলমেটের রঙ হবে সােনালি। এই সােনালি রঙের হেলমেট পড়তে দেখা গিয়েছে। আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সকে।
Advertisement
বলে রাখা ভালাে, লােকেশ রাহুলের। দুবাইয়ের মাটিতে ভালাে পারফরমেন্স করে দেখালেও প্লে-অফে খেলার যােগ্যতা অর্জন করতে পারেনি। কিন্তু পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি এবারেও অধিনায়ক লােকেশ রাহুল ও কোচ অনিল কুম্বলের উপর ভরসা রেখেছে।
Advertisement
এছাড়া এই মরশুমে নিলামের আসরে প্রচুর অর্থ খরচ করে তারকা ক্রিকেটারদের দলে নিয়েছে পাঞ্জাব কিংস।
Advertisement



