• facebook
  • twitter
Sunday, 7 December, 2025

রাজ্য গেমসের ব্যানারে নেতাজির ছবি নেই

মাঝেমধ্যে বিধায়ক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি মাঠে এলেও, সেইভাবে সব মাঠে শীর্ষকর্তাদের দেখতে পাওয়া যায়নি। কোনও অভিযোগের কথা শুনলেই তাঁরা পাশ কাটিয়ে চলে গেছেন।

ফাইল চিত্র

বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের পরিচালনায় নবম রাজ্য গেমস নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অনেকে অভিযোগ করেছেন, ঠিকমতো জায়গা পাওয়া যায়নি। খাবারের অব্যবস্থা। চড়া রোদ্দুরে খেলার সূচিতে প্রতিযোগীদের অংশ নিতে হয়েছে। অনেকে গেঞ্জি পাননি। গুরুত্বপূর্ণ ইভেন্টগুলির আয়োজনে গলদ ধরা পড়েছে। ব্যবস্থাপনায় অপেশাদারিত্ব মনোভাব চেখে পড়েছে। মশার কামড় থেকে বাঁচতে অনেক সংস্থার প্রতিযোগিরাই মশারি কিনে নিয়ে এসেছেন।

মাঝেমধ্যে বিধায়ক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি মাঠে এলেও, সেইভাবে সব মাঠে শীর্ষকর্তাদের দেখতে পাওয়া যায়নি। কোনও অভিযোগের কথা শুনলেই তাঁরা পাশ কাটিয়ে চলে গেছেন। শোনা গেছে, বিওএ’র প্রাক্তন সভাপতি স্বপন ব্যানার্জি মালদায় পৌঁছলেও, সেইভাবে তিনি গুরুত্ব পাননি। তবে নিজের ইচ্ছায় বিভিন্ন ইভেন্টের জায়গায় পৌঁছে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এমনকি রাজ্য গেমস নেতাজি সুভাষ চন্দ্রের নামে হচ্ছে, সেখানে দেখতে পাওয়া গেল না কোনও ব্যানারে নেতাজির ছবি।

Advertisement

Advertisement

Advertisement