• facebook
  • twitter
Sunday, 27 April, 2025

রাজ্য গেমসে বিতর্ক থাকলেও সফল করার চেষ্টার ত্রুটি নেই

তিনি বলেন, অতীতে বিওএ-র পরিচালনায় রাজ্য গেমসে অ্যাসোসিয়েট মেম্বাররা অংশ নিতে পারতেন। কিন্তু এবারে তাঁদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ হল না।

প্রতিনিধিত্বমূলক চিত্র

গত সোমবার থেকে মালদা সহ কলকাতায় বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের পরিচালনায় রাজ্য গেমস শুরু হয়েছে। তবে প্রথম দিনে মালদায় বেশ কিছু অব্যবস্থার কথা জানা গিয়েছে বিশেষ সূত্রে। বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীরা নির্দিষ্ট স্থানে পৌঁছে গেলেও, থাকার অব্যবস্থা রয়েছে। আবার খেলোয়াড়দের খাবারের ব্যবস্থা নিয়েও অভিযোগ উঠেছে। আয়োজক সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল প্রতিযোগিতার একদিন আগে নির্দিষ্ট স্থানে পৌঁছতে হবে। প্রতিযোগীরা সেখানে পৌঁছে গেলেও নির্দিষ্ট স্থানে থাকার ব্যাপারে টালবাহনা হতে থাকে। এমনকি প্রতিনিধিরা টিফিনও পায়নি। দুপুরের খাবারের ব্যাপারেও ছোঁটাছুটি করতে হয়েছে।

এত বড় ব্যবস্থাপনার মাঝে এই ধরনের অভিযোগ কখনওই কাম্য ছিল না। পরিকাঠামো যেভাবে তৈরি করা উচিত ছিল সেখানেও কথা উঠেছে। হকি বেঙ্গলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যে সময় হকি খেলার সময়সূচি করা দরকার ছিল তা হয়নি। মাঠে এমন কোনও ড্রেসিংরুম ছিল না যাতে খেলোয়াড়রা পোশাক বদল করতে পারে। আবার বায়ো টয়লেট নিয়েও কথা উঠেছে। একইভাবে রাজ্য সাইক্লিং সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে প্রতিযোগীরা সময় মতো পৌঁছে গিয়েও জায়গা পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে। কর্মকর্তাদের জায়গা দেওয়া হলেও খাবারের ব্যবস্থা ঠিক মতো ছিল না।

প্রথমে তাঁরা নিজেদের পয়সা খরচ করে খাবার কিনে নিয়েছে। এই খবর আয়োজক সংস্থার কর্মকর্তার কাছে পৌঁছালে তাঁরা বলেছেন, হয়তো সবার সঙ্গে যোগাযোগ করার কোনও ফাঁক থেকে গেছে। তাই এই অসুবিধার মধ্যে হয়তো পড়তে হয়েছে। খাবারের জন্য যা খরচ হয়েছে তা প্রত্যেককে দিয়ে দেওয়া হবে। হ্যান্ডবল সংস্থার পক্ষ থেকেও এমন অভিযোগ এসেছে। নির্দিষ্ট দিনের একদিন আগে তাঁরা পৌঁছলেও খাবারের সমস্যায় পড়তে হয় খেলোয়াড়দের। অনেকেই কাছে পিঠে কোনও দোকান থেকে তাঁরা খাবার কিনে নিয়েছেন।

তবে থ্রো বল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে সুষ্ঠু ব্যবস্থার মধ্যে দিয়ে রাজ্য গেমসের থ্রোবল দারুন ভাবে আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় দার্জিলিং জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। তারা হারিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা দলকে। কলকাতা রবীন্দ্র সরোবরে রোয়িং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আবার শোনা গেছে বক্সিং রিং নিয়ে সমস্যা তৈরি হয়েছে। একই সমস্যা দেখা দিয়েছে কুস্তি নিয়েও। তবে জানা গিয়েছে প্রতিযোগিতায় যাতে কোনও সমস্যা না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রবীন্দ্র সরোবরে রোয়িং প্রতিযোগিতা চলাকালীন উপস্থিত হয়েছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি স্বপন ব্যানার্জি।

তিনি বলেন, অতীতে বিওএ-র পরিচালনায় রাজ্য গেমসে অ্যাসোসিয়েট মেম্বাররা অংশ নিতে পারতেন। কিন্তু এবারে তাঁদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ হল না। অন্য সূত্রে জানা গেছে মালদায় এই প্রতিযোগিতা সফল করার জন্য বিধায়ক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বিশেষ উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন। পাশাপাশি বিওএ-র সব শীর্ষ কর্মকর্তারা চাইছেন এবারের রাজ্য গেমস বিশেষ নজর কারুক।